লণ্ডন, ০৮ জানুয়ারি: বাংলাদেশ সেন্টার লণ্ডন-এর উদ্যোগে বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষে ১৮ ডিসেম্বর, রোববার সন্ধ্যায় সেন্টারের নিজস্ব ভবনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান সাইদা মুনা তাসনীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেথনাল গ্রীণ-বো আসনের এমপি রুশনারা আলী, জাজ স্বপ্নারা খাতুন, কেমডেন বারার মেয়র কাউন্সিলর নাসিম আলী ওবিই, বারকিং এবং ডেগেনহামের মেয়র কাউন্সিলর ফারুক চৌধুরী, ওয়ার্দিংয়ে মেয়র কাউন্সিলার ফেরদৌসী হেনা চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার শাফি আহমদ, কেনসিংটন এবং চেলসি রয়েল বারার কাউন্সিলর ডোরি স্কেমেটারলিং, সেন্টারের প্রধান উপদেষ্টা নবাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান মহিবুর রহমান, শাহানুর খান, কবির উদ্দিন ও মানিক মিয়া।
এছাড়া অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন বারার কাউন্সিলর, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিজয় উৎসবের সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
এরপর বাংলাদেশ সরকার কর্তৃক মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ সেন্টারের স্থায়ী সদস্য এম এ মুনিম ওবিই ও অলি খান এমবিই খেতাব অর্জন করায় অনুষ্ঠানে সেন্টারের পক্ষ থেকে তাদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেয়া হয়। শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশের গান পরিবেশন করেন শিল্পী বিনায়ক দেব জয়। সংবাদ বিজ্ঞপ্তি