লণ্ডন, ৮ জানুয়ারি: খুলনা ডিভিশন এসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক ও বিজয়মেলা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অভিষেক ও বিজয়মেলায় খুলনা বিভাগের ব্রিটেন প্রবাসীরা তাদের সন্তানদের নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ বাংলাদেশী সংস্কৃতি তুলে ধরা হয়। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের নিজস্ব সংস্কৃতি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। গত ২৭ ডিসেম্বর মঙ্গলবারের বৃষ্টিভেজা শীতার্ত সন্ধ্যায় পূর্ব লণ্ডনের ব্রার্ডি আর্টস সেন্টার হয়ে উঠে একখণ্ড খুলনা।
অনুষ্ঠানে খুলনা বিভাগের অন্যান্য জেলার বাসিন্দারাও সপরিবারে অংশ নেন। খুলনা ডিভিশন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও সহসভাপতি কানিজ ফাতিমার পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে আলোচনাপর্ব শেষে নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি ইমাম হোসেন।
অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক ওসমান গনি। অনুষ্ঠানের প্রথম পর্বে মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ডা. হোসনে আারা হক পিনু, ড. শাহেদ রহমান, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের প্রাক্তন স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর ফয়জুর রহমান, একাউন্টেন্ট আবু সাজ্জাদ, সাংবাদিক বাতিরুল হক সরদার প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ব্যক্ত করেন এবং সংগঠনের নতুন কমিটিকে সাধুবাদ জানিয়ে সংগঠনের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেন।
কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য মিজানুর রহমান, শেখ কামরুল হাসান তুষার, সৈয়দ ইমরুল হাসান ও মুরাদ মাহমুদ তাদের বক্তব্যে সংগঠনের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের সকলকে একত্রে কাজ করার প্রত্যয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সংবাদ বিজ্ঞপ্তি