দিলু নাসের
গ্রেট ব্রিটেনে রোদ ঝলমল হাওয়ায় ফুলের ঘ্রাণ
গাছের ডালে সবুজ পাতা পাখপাখালির গান।
আকাশ থেকে সূর্যের আলো ঝরছে রাশি রাশি
রাস্তাঘাটে ঘুরছে মানুষ, মুখে মধুর হাসি।
গ্রেট ব্রিটেনে রোদ ঝলমল হাওয়ায় ফুলের ঘ্রাণ
গাছের ডালে সবুজ পাতা পাখপাখালির গান।
আকাশ থেকে সূর্যের আলো ঝরছে রাশি রাশি
রাস্তাঘাটেঘুরছে মানুষ, মুখে মধুর হাসি।
হাড়-কাঁপানো শীতের বাতাস কমছে ধীরে ধীরে
এমন দিনে খুশীর হাওয়া রাজ্যাভিষেক ঘিরে।
বাকিংহামে বইছে আবার খুশীর ঝড় তুফান
রাজপ্রাসাদে লাল সিপাহী গাইছে নতুন গান।
রাণীর পরে সিংহাসনে রাজার আরোহণ
তাই জানাবে সবাই তাকে উষ্ণ সম্ভাষণ।
পথে পথে, লাল-সাদা-নীল উড়াইয়া নিশান
সমস্বরে গাইবে লোকে রাজার গুনগান।
নানান রঙের আলোক বাতি উঠবে পথে জ্বলে
আলোর জ্যোতি পড়বে এসে টেমস নদীর জলে।
লণ্ডন আই, বিগবেন আর পাখির কলতান
তুলবে সবে সমস্বরে খুশীর ঐকতান।
মে মাসের ছয় তারিখে ব্রিটেনবাসী সব
করবে পালন চার্লস রাজার করোনেশন উৎসব।
সুদীর্ঘকাল পরে পাবে রাজা ব্রিটিশ রাজ
তৃতীয় চার্লস মাথায় দেবেন সোনায় মোড়া তাজ।
আনুষ্ঠানিকভাবে হবে রাজদণ্ড গ্রহণ শপথ
নেবেন রাখতে অটুট ব্রিটিশ সিংহাসন
রাজসিপাহী দেবে তাকে প্রাণের অভিবাদন
ভুবন জুড়ে দেখবে মানুষ এই মাহেন্দ্রক্ষণ।
থাকবে সাথে রাজপরিবার আর ক্যামিলা রাণী
আলোর ছটায় উঠবে নেচে রয়েল সরণী।
বিশ্ব থেকে নানান দেশের রাষ্ট্রপ্রধানগণ
আলোকিত করবেন এসে নগর লণ্ডন।
সাদাকালো মানুষ জনের সাম্য-প্রীতির বাঁধন
থাকবে হয়ে বিশ্ব প্রীতির শ্রেষ্ঠ নিদর্শন।