লণ্ডন, ০৮ মে: টাওয়ার হ্যামলেটস বারার প্রাথমিক এবং নার্সারি স্কুলে স্বাস্থ্যকর এবং টেকসই খাদ্য তৈরিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কাউন্সিলের স্কুলের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান স্কুল ক্যাটারিং সার্ভিসেস টানা চতুর্থ বছরের জন্য ‘ফুড ফর লাইফ’ পুরস্কার পেয়েছে। পুরস্কারটি এমন ক্যাটারারদের স্বীকৃতি দেয় যারা জলবায়ু, প্রকৃতি এবং স্বাস্থ্যের জন্য ভাল খাবার পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি গ্রেটার দাওরাই এসোসিয়েশন জিডিসিএ ইউকের বার্ষিক সাধারণ সভা, শিক্ষার্থী এওয়ার্ড সম্পন্ন লণ্ডন, ০৮ মে: জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামের যুক্তরাজ্য বসবাসরত বিপুল সংখ্যক দাওরাইবাসীর উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হলো গ্রেটার দাওরাই এসোসিয়েশন জিডিসিএ ইউকের বার্ষিক সাধারণ সভা, স্টুডেন্ট এওয়ার্ড ও ফ্যামিলি রিইউনিয়ন।
গত ৩০ এপ্রিল রোববার পূর্ব লণ্ডনের লণ্ডন মুসলিম সেন্টারের কমিউনিটি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিডিসিএ-র চেয়ারম্যন আমির হোসাইন। সংগঠনের সেক্রেটারি জেনারেল আলিম উদ্দিন খান ও সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মাহবুব হানিফ ইসলামের যৌথ সঞ্চালনায় এবং তারিফ খান ও কয়েছ হোসেনের সহযোগিতায় অনুষ্ঠিত এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নিবার্হী মেয়র লুৎফুর রহমান। অতিথি হিশেবে উপস্থিত ছিলেন কাউন্সলার বদরুল চৌধুরী, এলাকার কৃতি সন্তান ও এলএমসির চেয়ারম্যান আইয়ূব খান ও পরিচালক দেওয়ার হোসেন খান, লণ্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ, আরজু মিয়া এমবিই, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যন আনিস আলী, ভাইস চেয়ারম্যন শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির রাজন। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে চমৎকার ফলাফল অর্জনের জন্য ডিগ্রী পর্যায়ে ৭টি, এ লেভেল ৩টি ও জিসিএসিতে ৮টি এওয়ার্ড প্রদান করা হয়। উপস্থিত শিক্ষার্থীদের হাতে এওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের অতিথি লণ্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ, সংগঠনের ডেপুটি ট্রেজারার মশিউর রহমান রাজা, ইয়ুথ সেক্রেটারি কয়েছ মিয়া, তাজুল ইসলাম, মইন উদ্দিন খান, শাহ আজমল আলী শিপু, হোসেন খান, কহিরুল ইসলাম সরাজ, কামাল হোসেন, হেলাল আমিন প্রমুখ। এওয়ার্ড বিতরণীর পাশাপাশি অনুষ্ঠানে ছিলো কুইজ প্রতিযোগিতা। এতে বিজয়ী তিনজনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুৎফুর রহমান বলেন, ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে জিডিসিএর এ আয়োজন প্রশংসা করে বলেন, এর মাধ্যমে শেকড়ের সাথে নুতন প্রজন্মের যোগাযোগ ও সম্পর্ক আরো গভীর হবে। তিনি কাউন্সিলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানান। জিডিসিএ-এর সভাপতি আমীর হোসাইনের ধন্যবাদ ও সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি