লণ্ডন, ১৩ মে: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্যে সফরাকালে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। গত ৪ মে সেন্ট্রাল শেখ হাসিনার অবস্থানস্থল লণ্ডন হোটেল ক্লারিজেস-এর সামনে আয়োজিত এ বিক্ষোভে বাংলাদেশে গুম খুন, নির্যাতন নিপীড়ন, দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবী করে বিএনপি।?এছাড়া বিক্ষোভ সমাবেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানানো হয়।
এদিনে উল্লেখযোগ্যসংখক নেতাকর্মী বিকাল ৬টা থেকে মার্বেল আর্চের বিখ্যাত স্পিকার কর্নারে সমবেত হয়ে বিশাল মিছিল সহকারে বণ্ড স্ট্রিটে অবস্থিত হোটেল ক্লারিজেসের সামনে গভীর রাত পর্যন্ত অবস্থান করেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, ব্যারিস্টার এম এ সালামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুক্তরাজ্যের বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠণ, ইউরোপ থেকে আগত দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার প্রবাসী বাংলাদেশী নাগরিক অংশগ্রহণ করেন। উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন সৌাগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। বিনাভোটের সরকার ক্ষমতার লালসা মেটাতে জাতীয় সংসদ, দুদক, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগসহ দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বিদেশের পাচার ও লুটপাটের মাধ্যমে দেশকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত করছে। ক্ষমতার জোরে জনগণের বাকস্বাধীনতাটুকুও কেড়ে নিয়েছে এবং জনগণকে বঞ্চিত করেছে ভোটের অধিকার থেকে। সন্ত্রাস আর দুর্নীতিতে নিমজ্জিত এই সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে আজ সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে দেশে বিদেশে আপামর জনগণ জেগে উঠেছে। বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে দেশনেত্রীকে কারাবন্দী করে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছে। সভায়?সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশ উন্নত চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর সহধর্মিনী ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল অনতিবিলম্বে রাজবন্দি নেতাকর্মীর মুক্তির দাবী জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি