এম এ কাইয়ূম
লণ্ডন, ১৫ মে: ব্রিটিশ মূলধারার রাজনীতি ও স্থানীয় কাউন্সিলগুলোর নির্বাচনে বাংলাদেশী ব্রিটিশরা এগিয়ে যাচ্ছে।এর ধারাবাহিকতায় লণ্ডনে এনফিণ্ড কাউন্সিলের প্রথমবারের মতো একজন বাংলাদেশী ব্রিটিশকে ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত ডেপুটি মেয়র কাউন্সিলার আমিরুল ইসলাম বলেন, ডেপুটি মেয়র নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত। তাকে নির্বাচিত করায় সহকর্মী কাউন্সিলার ও কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে?কমিউনিটির উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যান্য কাউন্সিলার ও কমিউনিটি নেতারা, আমিরুল ইসলাম ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।
গত ১০ মঙ্গলবার লণ্ডন বারা এনফিণ্ড এর বার্ষিক কাউন্সিল মিটিং নবনির্বাচিত মেয়র কাউন্সিলার সুনা হারম্যান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত ডেপুটি মেয়রকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কাউন্সিল লিডার নেলিস কেলিকশন, কাউন্সলের বিরোধী নেতা কাউন্সিলার আলেকজাণ্ডার জর্জিও, ব্রিটিশ রাজর প্রতিনিধি ডেপুটি লেফটেন্যান্ট এ্যান কেভিল, কাউন্সিলের নওশাদ আলী সহ অন্যান্য কাউন্সিলাররা। সভায় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে তার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করে তার দীর্ঘজাবন কামনা করা হয় কাউন্সিলের সভায়। উল্লেখ্য, নবনির্বাচিত ডেপুটি মেয়র আমিরুল ইসলামের দেশের বাড়ী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামে।