লণ্ডন, ১৩ মে: সুবিধাবঞ্চিত মানুষের সহায়তার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রা শুরু করেছে ফয়েজ রওশন ফাউণ্ডেশন(এফআর ফাউণ্ডেশন)। সম্প্রতি ফৌজদারহাটে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে ফাউণ্ডেশনের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। ফলক উন্মোচন শেষে ফৌজদার হাটের ইডেন গার্ডেন কমিউনিটি সেন্টারে ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আইনজীবি ব্যরিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিশেব উপস্থিত ছিলেন, প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডীন প্রফেসর এ বি এম আবু নোমান, চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট আবদুর রশীদ ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক সিনিয়র এ এসপি চৌধুরী মোহাম্মদ আলী।
ফাউণ্ডেশনের সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও ফাউণ্ডেশন কর্মকর্তা চৌধুরী লিয়াকত আলী। ফাউণ্ডেশনের স্বাস্থ্যসেবা সম্পর্কে আলোকপাত করেন ডাক্তার মারুফ মোহাম্মদ। এছাড়া বক্তব্য রাখেন ফাউণ্ডেশনের উপদেষ্টা ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার, স্থানীয় ১০ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দিন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, সামাজিক উন্নয়নে ও সুবিধা বঞ্চিত মানুষের সহায়তায় এফ আর ফাউণ্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমাজের উন্নয়নের এ ধরনের কাজে সবাইকে এগিয়ে আসার আহŸান জানান তিনি। সব শেষে সভাপতির বক্তব্যে ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী বলেন, সীতাকুণ্ড থেকে যাত্রা শুরু করলেও এফ আর ফাউণ্ডেশন ভবিষ্যতে পুরো দেশে সেবা মূলক কাজ পরিচালনা করবে। তিনি এজন্য সকলের সহায়তা কামনা করেন। কবি মি?ন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, একাউন্টেন্ট চৌধুরী মোহাম্মদ হায়দার আলী, সিনিয়র সাংবাদিক কাজী বোরহান, ব্যাংকার খোরশেদ হায়দার চৌধুরীসহ আরো অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি