লণ্ডন, ১৩ মে: সম্প্রতি অনুষ্ঠিত দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এণ্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরি কমিটির সভায় উপস্থিত সদস্যবৃন্দ নতুন ট্রাস্টি সংগ্রহের লক্ষ্যে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রচারণা সফরের উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া বাংলাদেশে ট্রাস্টের সদ্য সমাপ্ত ৫ম বৃত্তি বিতরণ অনুষ্ঠান এবং ৩য় ও ৪র্থ ফ্রি চক্ষু শিবিরের অর্থ দানসহ সার্বিক সহযোগিতার জন্য সম্মানিত ট্রাস্টিবৃন্দ ও অনুষ্ঠানসমূহ সুন্দরভাবে সফল করার জন্য ট্রাস্টের বাংলাদেশ পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ শুভাকাঙ্খী সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এণ্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরি কমিটির এই সভা গত ৮ মে সোমবার ইস্ট লণ্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাসিন উজ্জামান নুরুর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ। সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহসাধারণ সম্পাদক কদর উদ্দিন, সহ কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যকরি কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস, মাহবুব আলী চুনু, মো. দৌলত হোসেন ও হানিফ আহমদ খান। সভায় উপস্থিত সদস্যবৃন্দ ট্রাস্টের সদ্য সমাপ্ত ৫ম বৃত্তি বিতরণ অনুষ্ঠান এবং ৩য় ও ৪র্থ ফ্রি চক্ষু শিবিরের প্রতিবেদন অনুমোদন করেন এবং উক্ত অনুষ্ঠানসমূহে অর্থ দানসহ সার্বিক সহযোগিতার জন্য সম্মানিত ট্রাস্টিবৃন্দ ও অনুষ্ঠান সমূহ অত্যন্ত সুন্দরভাবে সফল করার জন্য ট্রাস্টের বাংলাদেশ পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ শুভাকাঙ্খী সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়া নতুন ট্রাস্টি সংগ্রহের লক্ষ্যে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রচারণা সফরের উদ্যোগ গ্রহণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি