লণ্ডন, ১০ এপ্রিল: ব্রিটেনভিত্তিক মানবিক সংস্থা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন মসজিদে বয়স্ক মুসল্লিদের মাঝে ‘সেফটি অ্যালার্ম’ বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় গত রোববার তারাবির নামাজের পর পূর্ব লণ্ডনের ফোর্ড স্কয়ার মসজিদে বয়স্ক ও শারীরিকভাবে অসক্ষম ব্যক্তিদের মধ্যে এই অ্যালার্ম বিতরণ করা হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে লণ্ডন ও বার্মিংহামে তিনটি পৃথক ঘটনায় মসজিদ থেকে নামাজ ফেরত বয়স্ক মুসল্লিদের উপর বর্বরোচিত হামলা হয়। এই পরিস্থিতিতে বয়স্ক মুসল্লিদের মসজিদে যাতায়াত নিরাপদ করতে এবং?তারাবি নামাজে যাওয়া-আসার ক্ষেত্রে তাদের উদ্বেগ দূর করতে সংস্থাটি এই উদ্যোগ নিয়েছে। স্থানীয় বয়স্ক মুসল্লিরা বলেছেন, এটি খুবই সময়োপযোগী একটি উদ্যোগ। রাতে ফেরার সময় এই অ্যালার্ম কাজে লাগবে। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ারের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু বলেন, নামাজফেরতা মুরব্বীদের উপর একের পর এক হামলা খুবই ন্যাক্কারজনক ঘটনা। বয়স্কদের মধ্যে আতঙ্ক দূর করতে আমাদের এই উদ্যোগ। তিনি জানান, এই ‘প্যানিক অ্যালামর’টি ব্রিটিশ পুলিশের অনুমোদিত, এতে চাবির রিং আছে আবার এলইডি বাতি আছে। এছাড়া সেইফটি পিন টান দিলেই বিকট শব্দে অ্যালার্ম বাজতে থাকবে। এই বিকট শব্দে অপরাধী ভয় পাবে, একই সাথে আশেপাশের মানুষ বুঝতে পারবে কেউ বিপদে পড়েছে। মনকি পেট্রল পুলিশ যদি আশেপাশের রোডে থাকে তাহলে এই শব্দ শুনে পুলিশ সাথে সাথে সাড়া দেবে। এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক সেলিম আহমেদ, জিয়াউর রহমান জিয়া, জাহাঙ্গীর আলম শিমু, রুয়েল মিয়া, সুহেদ আহমেদসহ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি