লন্ডন, ১০ এপ্রিল: : লণ্ডন ইক্বরা ইন্সটিটিউটের আলিম ২০২২ কোর্স সমাপন শেষে ৫০ জন শিক্ষার্থীর হাতে আলিমি সনদ তুলে দেওয়া হয়েছে। গত ১৯ মার্চ রোববার এ উপলক্ষে লণ্ডন মুসলিম সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বছরজুড়ে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী সেরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। লণ্ডন ইক্বরা ইন্সটিটিউটের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলের সভাপতিত্বে সাবেক ছাত্র তানজিম আব্দুল্লাহ ও ইমরান হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষক ও ট্রাস্টি মাওলানা এফ কে এম শাহজাহান, উস্তাদদের মধ্যে রেশমা শেখ, সামিরা আবেদ, সাবাহ সাঈদ, মারিউম বেনজুদি, শিক্ষিকা চামেলি চৌধুরী এবং নাজিফা হোসেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী। তারা অনুষ্ঠানে নাশিদ, ক্বেরাত, আরবি ভাষায় কথা বলাসহ বেশ কয়েকটি প্রদশর্নীতে অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন তাদের অভিভাবকরাও। সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, সন্তানদের সুশিক্ষা প্রদান করা অভিভাবকদের একান্ত দায়িত্ব। যে শিক্ষা সন্তানদের সুনাগরিক হতে সহায়তা করে সেই শিক্ষাই হচ্ছে প্রকৃত শিক্ষা। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বদরুল হোসেন, ফয়জুল ইসলাম, তাসনীম লতিফ, জামিলা যাহরা, নাজমিন খানম, সুজিনা খাতুন, সাদিয়া হোসেন, সায়না উদ্দিন, সামিয়া রূহানি ও মওদুদ আল বান্না। অনুষ্ঠানের শেষপর্বে ৫০ জন শিক্ষার্থীকে আলিমি সনদ প্রদানের পাশাপাশি তাদের হাতে উপহার তুলে দেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
০০০০০০০০০০০০০০০০০০০০০