লণ্ডন, ১০ এপ্রিল: গ্রেটার সিলেট কাউন্সিল (জিএসসি) প্রতিষ্ঠার মূল প্রত্যয় ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও প্রবাসীদের মধ্যে ঐক্য বজায় রাখার অঙ্গীকার বাস্তবায়নে জিএসসি’র সকল নেতা-কর্মী ও প্রবাসীদের প্রতি ঐক্যবদ্ধ উদ্যোগের আহবান জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ। গত ২ এপ্রিল রোববার পূর্ব লণ্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ‘সেইভ জিএসসি’ আয়োজিত এক ইফতার ও দোয়া মহফিলে এ আহবান জানানো হয়।
ইফতার ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে?কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, একতরফা নির্বাচনের মাধ্যমে বৃহত্তর কমিউনিটিকে বিভক্ত করে জিএসসির মূল লক্ষ্য অর্জিত হবে না। তাই সংগঠনকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে মেম্বারশিপ এবং চ্যারিটি ফাণ্ডের হিসেব নিয়ে মতানৈক্য দূর করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন। জিএসসির অন্যতম নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মসুদ আহমদের সভাপতিত্বে এবং জিএসসি’র সাবেক সেন্ট্রাল জয়েন্ট সেক্রেটারি ড. মুজিবুর রহমানের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিশেবে বক্তব্য রাখেন জিএসসি’র প্যাট্রন ড. হাসানাত এম হোসাইন এমবিই, বিশেষ অতিথি হিশেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ট্রেজারার মাহিদুর রহমান, কমিউনিটি নেতা সিরাজ হক, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ, সাবেক স্পিকার আহবাব হোসেন, হারুনার রশিদ, লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, লণ্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইছির মাহমুদ, কাউন্সিলার জোসনা ইসলাম, জামাল হোসেন, নুরুল ইসলাম, হেলেন ইসলাম, কদর উদ্দিন, মাওলানা রফিক আহমদ রফিক, ব্রিটিশ বাংলা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি ও জনজীবন সম্পাদক ছমির উদ্দিন, সৈয়দ আমিনুল হক, শিপার রেজাউল করিম, আব্দুর রহিম রন্জু, সৈয়দ এম করিম সায়েম, মোহাম্মদ গিয়াস উদ্দিন, জামাল নুরুল ইসলাম খান, জোনারা ইসলাম, রুবি ইসলামসহ প্রমুখ। মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হেলাল উদ্দিন। দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাহিদ ইমতিয়াজ, আর হোসেন, রফিক আহমেদ, এম আর জিলু মিয়া, হেলাল উদ্দিন আহমেদ, আব্দুর রহিম, সৈয়দ এম করিম, আব্দুল মালিক, আব্দুস সাত্তার, মুক্তার আলী, আবুল কালাম আজাদ, মোহাম্মদ জাহিদ হাসান, আজম আলী, মোহাম্মদ চৌধুরী, হায়াৎ চৌধুরী, আপ্তাব আলী, আতাউর রহমান, আব্দুল বাসিত, দেলোয়ার হোসেন, শাহাবুদ্দিন, ফারুক উদ্দিন, তাজরুল ইসলাম, জেবুননেসা রিতা, শাজাহান আহমেদ, ফয়সল, শাম্মি হুদা, মনোয়ার আহমেদ, হুদা আহমেদ, জবা আহমেদ, জারা, মিন্টু, সেলিম মালেক, আসমা শিল্পী, জুনারা ইসলাম, রুজিয়া বেগম, হেলেন ইসলাম, নুরুল ইসলাম, আব্দুস সাত্তার, কাউন্সিলার সাম ইসলাম, কাউন্সিলার জোৎস্না ইসলাম, কাউন্সিলার ওয়েস ইসলাম, কাউন্সিলার মুরাদ কুরেশি, আনোয়ার খান, আশ মিয়া, রুবি বেগম রুপা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি