লণ্ডন, ১০ এপ্রিল: যুক্তরাজ্যভিত্তিক কল্যাণ সংগঠন ফুলসাইন্দ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এবারের পবিত্র রমাদ্বান এবং ধর্মীয় উৎসব উপলক্ষে এলাকার ৮৮টি পরিবারের মধ্যে খ্যাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছে। গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ এলাকার তিনটি কেন্দ্রে গত ২০ মার্চ সোমবার এসব পরিবারকে নগদ অর্থ এবং ৫০ কেজি করে চাল দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত সদস্যদের এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠান উপস্থাপনা করেন কানাইঘাট সরকারি কলেজের সহকারি শিক্ষক মো. বেলাল উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। বক্তব্য রাখেন বিপ্রপদ গোস্বামী, মো. ইকবাল হোসেন, মো. রেদওয়ান উদ্দিন, গোলাম কিবরিয়া, খালেদুর রহমান খান, মাসুদল হুদা খান, ফকরুল ইসলাম ও লায়েক আহমদ। বক্তাগণ রামদ্বানসহ বছরজুড়ে নানাভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফুলসাইন্দ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগের প্রশংসা করে এই উদ্যোগে যারা আর্থিকভাবে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সহায়তা প্রদান আয়োজনে সহযোগিতা দানের জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠনের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে এবছর সর্বমোট ২৭৬,২৩৮ টাকা বিতরণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।