
লণ্ডন, ১০ এপ্রিল: বিলেতের সুপরিচিত মুখ সংস্কৃতিকর্মী কেফায়েত খান গত ৯ এপ্রিল রয়েল লণ্ডন হাসপাতালে ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন। বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেন। ১০ এপ্রিল ব্রিকলেন জামে মসজিদে তাঁর জানাজা শেষে গার্ডেন অব পিসে মরদেহ দফন করা হয়। তাঁর জানাজার নামাজে কমিউনিটির বহু বিশিষ্টজন, সংস্কৃতিকর্মী, সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। তিনি স্ত্রী ৩ পুত্র ও ২ মেয়েসহ অসংখ্য বন্ধুবান্ধব, গুণগ্রাহী ও আত্মীয়সজন রেখে গেছেন। উল্লেখ্য, তিনি পিজিসি কোর্স সম্পন্ন করে শিক্ষকতায় যোগ দিলেও পেশাগত দায়িত্ব পালনের আগে অসুস্থ হয়ে পড়েন। কিডনিজনিত রোগে প্রায় ৫ পাঁচ বছর ভোগার পর গত সপ্তাহে স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পূূর্ব লণ্ডনের ডকল্যাণ্ডের বাসিন্দা কেফায়েত খানের বাড়ি কুলাউড়া পৌরসভার উসলাপাড়ায়। সংবাদ বিজ্ঞপ্তি