লণ্ডন, ১৭ এপ্রিল: দক্ষিণ সুরমা উপজেলার এক নম্বর মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, সমাজসেবক শেখ মোঃ মখন মিয়া গত ১৬ই এপ্রিল সিলেটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সহসভাপতি ছিলেন। তাঁর ইন্তেকালে যুক্তরাজ্যের দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং?যুক্তরাজ্য বিএনপি গভীর শোক প্রকাশ করেছে। যুক্তরাজ্য বিএনপির শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, শেখ মোঃ মখন মিয়ার মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের এক বলিষ্ঠ কণ্ঠস্বর এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তার অবদান ছিল অপরিসীম। শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “মরহুম শেখ মোঃ মখন মিয়া সকলের কাছে একজন ধার্মিক, সজ্জন, বিনয়ী ও সাহসী নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে দেশবাসী একজন খাঁটি দেশপ্রেমিক নেতাকে হারালো। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি, আদর্শ ও দর্শনকে প্রতিষ্ঠা করতে এবং সিলেট জেলায় বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে মরহুম শেখ মোঃ মখন মিয়া যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি
রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান
অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...