লণ্ডন, ১৬ এপ্রিল: গত ১২ এপ্রিল ছাতক থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে আসা শিক্ষার্থীদের স্বাগত জানাতে লণ্ডনে ছাতক এডুকেশন ট্রাস্টের পক্ষ অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠান। সংগঠনের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ। সংগঠনের সহ সভাপতি মওলানা মুজাহিদ উদ্দিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলর শাফি আহমেদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের যুক্তরাজ্যে স্বাগত জানান এবং তাদের ভবিষ্যত ও কর্মজীবনের জন্য শুভকামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলার ফারুক আহমেদ, বালাগঞ্জ ট্রাস্টের জামাল আহমেদ খান, রুস্তুম আলী, ছাতক এডুকেশন ট্রাস্টের উপদেষ্ট আবু বক্কর, সহসভাপতিদের মধ্যে গোলাম আজম তালুকদার, আফজাল রাজা চৌধুরী, মাস্টার আকমল হোসেন, শরীফ উল্লাহ, মিসবা উজ জামান, যুগ্মসম্পাদকদের মধ্যে মনসুজ জামান মোহন, সাবেক কাউন্সিলর রুহুল আমিন, আনওয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক হাসান আহমেদ, প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসানুল হক তানভীর, স্কলারশিপ সম্পাদক এরশাদ আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. শামীম আহমেদ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান। প্রধান অতিথি ও সংগঠনের পক্ষে ট্রাস্টিবৃন্দ প্রত্যেক শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন, ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারের নুরুল আমিন, মাজেদ মাহরান, ইউনিভার্সিটি অফ গ্রিনউইচের আজহার উদ্দিন, ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসের দিলরুবা আক্তার, ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারের আমিনা বেগম, হামিদা বেগম, ও মাহাবুবা আক্তার, ইউনিভার্সিটি ফর ক্রিয়েটিভ আর্টসের নুর মোহাম্মদ রাজু ও রুহুল আমিন, পোর্টসমাউথ ইউনিভার্সিটির সাহেদুর রহমান, গ্রিনউইচ বিশ্ববিদ্যালয়ের জাকির হোসেন, বেঙ্গর ইউনিভার্সিটির জুমানুল ইসলাম, গ্রিনউইচ ইউনিভার্সিটির রেদোয়ান হোসেন সাগর, ইউনিভার্সিটি অফ রুয়ামটনের মাহফুজুল আহসান, ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশেয়ারের সোহেনা বেগম, পোর্স্টমাউথ ইউনিভার্সিটির কাউসার আহমেদ, হার্টফোর্টশায়ার ইউনিভার্সিটির হামিদুন বেগম, ইউনিভার্সিটি অফ এসেক্সের মো: শিশু, আলমগীর, আলীনূর ও মাহবুব হোসেন। সহ সভাপতি মওলানা মুজাহিদ উদ্দিনের দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি