লণ্ডন, ৯ এপ্রিল: যুক্তরাজ্যে বসবাসরত ছাতক পৌরসভার বাসিন্দাদের ঐক্য সংহতি ও পারস্পরিক ভাতৃত্ববন্ধন জোরদারের লক্ষ্যে প্রতিষ্ঠিত ছাতক পৌরবাসী ইউকের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ছাতক পৌরসভার ৯টি ওয়ার্ডের যুক্তরাজ্য প্রবাসীরা অংশ নেন।
গত ৪ এপ্রিল মঙ্গলবার পূর্ব লণ্ডনের ক্যামব্রীজ হীথ রোডের ক্যাফে কর্ণার রেস্টুরেন্ট অনুষ্ঠিত সভাটি সংগঠনের সদস্য সচিব কামরুজ্জামান সাকলাইন ও শাহ মোহাম্মদ জুয়েল সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব রমজানের তাৎপর্য এবং মুসলমানদের করণীয় নিয়ে মূল্যবান আলোচনা পেশ করেন ইসলামী স্কলার ক্বারী মাওলানা জালাল উদ্দিন কালারুকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুর রউফ, এম এ খালিক খান, ইমরুল হক চৌধুরী লিটন, মিজানুর রহমান হিরো, ইকবাল হাফিজুর রহমান, বিশ্বজিৎ পুরকায়স্থ, জাকির আহমদ কাবেরী, মাসুদ রানা, তোফায়েল রাজা চৌধুরী, আবু বক্কর খালেদসহ আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক মিলাদ, শাকিল আহমদ কাবেরী, আব্দুল মোহিত রাসু, নাজমুল হোসেন রুমল, শিবলী চৌধুরী, সারোয়ার হোসেন সজীব, শাহনেয়াজ কল্লোল, বাবর আহমদ, রুমন আহমদ, মেহেদী কাওসার বাবু, জাকির হোসেন, মোহাম্মদ তৌহিদ, তোফাজ্জল হোসাইন, সাজিদ মিয়া, মান্না আহমদ, ইমদাদুল হকসহ আরো অনেকে। মাহফিলে দেশ জাতি ও ছাতক পৌরবাসীর সুখ-সমৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দিন কালারুকী। সংবাদ বিজ্ঞপ্তি