পত্রিকা ডেস্ক
লণ্ডন, ২২ মে: ৫৮ বছর বয়সে আবারও সন্তানের পিতা হতে চলেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। তার স্ত্রী ক্যারি জনসন ১৯ মে শুক্রবার ইনস্টাগ্রামে এক পোস্ট করে এই ঘোষণা দিয়েছেন।

পোস্টে ক্যারি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটছে। এসময় তিনি অন্য দুই সন্তান উইলফ্রেড ও রোমির সঙ্গে তোলা একটি ছবিও পোষ্ট করেন। এ নিয়ে এই দম্পতি পেতে যাচ্ছে তৃতীয় সন্তান। তবে বরিস জনসন হতে চলেছেন অষ্টম সন্তানের বাবা। কারণ জনসনের আগের স্ত্রীর ঘরে চার সন্তান রয়েছে। অন্যদিকে তার এক প্রেমিকার ঘরেও রয়েছে এক সন্তান। ক্যারি লিখেছেন, গত আট মাসের বেশির ভাগ সময়ে আমি ক্লান্ত অনুভব করেছি।