লণ্ডন, ২১ মে: টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বিএমই নেতৃবৃন্দ সম্প্রতি স্কটিশ পার্লামেন্টে এক সফরে গেলে সেখানে আয়োজিত সভায় ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বিএমই কমিউনিটির বিভিন্ন অবদানের কথা স্মরণ করা হয়। টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বিএমই নেতৃবৃন্দ সম্প্রতি স্কটিশ পার্লামেন্টে প্রথমবারের মত নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভুত মেম্বার অব স্কটিস পার্লামেন্ট, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জের কৃতি সন্তান ফয়সল চৌধুরী এমবিই’র আমন্ত্রণে সেখানে গমন করলে ফয়সল চৌধুরী এমএসপি তাদেরকে স্বাগত জানান।
স্কটিস পার্লামেন্টের কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বিএমই নেতৃবৃন্দ স্কটিশ লেবার লিডার এবং ছায়ামন্ত্রী আনাস সারওয়ার এমএসপি এবং ফয়সল চৌধুরী এমএসপিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। ফয়সল চৌধুরী এমএসপি’র সভাপতিত্বে এবং উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বিএমই’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলার সাদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বিএমই বেথনালগ্রিন এণ্ড বো সভাপতি আনিছুর রহমান আনিছ, পপলার লাইম হাউজ সেক্রেটারি সাবেক কাউন্সিলার রুহুল আমিন, বেথনালগ্রীন এণ্ড বো লেবার পার্টির ভাইস চেয়ার হামিদা ইদ্রিস, বিএমএ ভাইস চেয়ার নাজমা হুসেইন, পপলার এণ্ড লাইম হাউজ লেবার সেক্রেটারি আসরা আঞ্জুম, বেথনালগ্রিন ওয়ার্ড সভাপতি আনোয়ার মিয়া, ক্যানারি ওয়ার্ফ সেক্রেটারি শেখ তানভীর, জেনারেল কমিটি মেম্বার স্মৃতি আজাদ এবং আব্দুর রব রাজু। সভায় বক্তারা ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বিএমই কমিউনিটির বিভিন্ন অবদানের কথা প্রশংসা করেন এবং বিএমই কমিউনিটির অংশগ্রহণ এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সভা শেষে ফয়সল চৌধুরী এমএসপি আমন্ত্রিত অতিথিদেরকে মধ্যা? ভোজে আপ্যায়িত করেন এবং স্কটিশ পার্লামেন্টের ব্যাজ প্রদান করেন। পরে ফয়সল চৌধুরী এমএসপির টিম মেম্বারগণ সকলকে পার্লামেন্ট অধিবেশন অবলোকন করার জন্য আমন্ত্রন জানান এবং পার্লামেন্ট দর্শন করা ছাড়াও ঐতিহাসিক নিদর্শন ঘুরে ঘুরে দেখান। রাতে বিশিষ্ট কমিউনিটি নেতা ওয়ালি তসর উদ্দিন এমবিই, ফয়সল চৌধুরী এমএসপি এবং শাহনুর চৌধুরীর সৌজন্যে ব্রিটেনিয়া স্পাইসে তাদেরকে নৈশভোজে আপ্যায়িত করেন। টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বিএমই নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ফয়সল চৌধুরী এমএসপির নির্বাচনী এলাকায় ক্যাম্পেইনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি