লণ্ডন, ২৯ মে: বিলেতের সাহিত্য জগতের অত্যন্ত পরিচিত মুখ নিভৃতচারী লেখক কবি ড. আমান উল্লাহ অশ্রæ ২২ মে নিভৃতেই পাড়ি জমালেন অনন্তলোকে। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।
গত শুক্রবার বারকিং রোড ইব্রাহিম মসজিদে নামাজে জানাজা শেষে তাকে লণ্ডনের গার্ডেন অব পিসে দাফন করা হয়েছে।
বিলেতে এক সময় নানা সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর সরব উপস্থিতি থাকলেও গত কয়েক বছর শারীরিক অসুস্থতার জন্য এসবে তাঁর তেমন একটা উপস্থিতি ছিলো না।
পাঁচ শতাধিক গ্রন্থ এবং কয়েক হাজার গানের রচয়িতা কবি ড. আমান উল্লাহ অশ্রæ ১৯৪১ সালে মুন্সিগঞ্জ জেলার গজারীয়া থানার নয়ানগর গ্রামের জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শুরু নয়ানগর প্রাইমারী স্কুলে। এরপর মুন্সীগঞ্জ হাইস্কুল ও হরগঙ্গা কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স, এমএসসি, এলএলবি; করাচী থেকে ডিআইআইএল, ডিএএলআর ডিগ্রী অর্জন করেছিলেন। এরপর পড়াশোনা করেছেন বিলেতের বার্মিংহাম ও সুইজারল্যাণ্ডের জেনেভায়। পরবর্তীতে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি করে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেছেন। সর্বশেষে জাতিসংঘের একজন কনসালটেন্ট হিসাবে কর্মরত ছিলেন।
তাঁর প্রয়াণে বিলেতের সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ বিজ্ঞপ্তি