লণ্ডন, ২৯ মে: সংস্কৃতিকর্মী রুবি হকের প্রথম প্রয়াণ বার্ষিকে ঘাতক দালাল নির্মূল কমিটির ভার্চুয়াল সভায় বক্তারা বলেছেন, রুবি হক ছিলেন অসাম্প্রদায়িক এক প্রতিবাদী কণ্ঠ।
উল্লেখ্য, গত ২৫ মে ছিল রুবি হকের প্রথম মৃত্যুবার্ষিক। ঐদিন রাত সাড়ে ৯টায় যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটি তাঁর স্মৃতিচারণমূলক এক ভার্চুয়াল সভার আয়োজন করে। সংগঠনের সহসভাপতি সাংবাদিক নিলুফা ইয়াসমীন হাসানের সভানেত্রীত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন বাচিক শিল্পী মুনিরা পারভীন। বক্তারা রুবি হকের কর্মময় জীবন আলোচনা করে বলেন, তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক প্রতিবাদী কণ্ঠ। অপসংস্কৃতির বিরুদ্ধে ছিলেন আপসহীন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সর্বদা সোচ্চার। যে কোনো ভালো কাজে তিনি উদ্যমী ও সাহসী ছিলেন।তাঁর অভাব পূরণ হওয়ার নয়।
রুবি হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মাহমুদ এ রঊফ, নূর উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, কবি হামিদ মোহাম্মদ, সৈয়দ এনামুল ইসলাম, সাংবাদিক মতিয়ার চৌধুরী, মুজিবুল হক মনি, সৈয়দ আনাস পাশা, শাহ বেলাল রহমান, জুয়েল রাজ, জামাল আহমদ খান, সেলিনা আখতার জোস্না। সংবাদ বিজ্ঞপ্তি