লণ্ডন, ২৭ মে: সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ হুমায়ুন ইসলাম কামালের সম্মানে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ মে বুধবার সংগঠনের সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিনের নিউবারি পার্কের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে হুমায়ুন ইসলাম কামালকে পু?স্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়। স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন সভায় যোগদানের জন্য অতিথি হুমায়ুন ইসলাম কামালের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য, রাজনীতিবিদ সিলেটের আওয়ামী লীগ নেতা হুমায়ুন ইসলাম কামাল এক মাসের ব্যক্তিগত সফরে এখন লণ্ডনে অবস্থান করছেন। তিনি লণ্ডনের মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালের বড় ভাই। সভায় হুমায়ুন ইসলাম কামাল বাংলাদেশের সিটি কর্পোরেশন নির্বাচনসহ এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাকে নিয়ে অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আরসিটির জ্যেষ্ঠ সহসভাপতি আফসার হোসেন এনাম, সহসভাপতি মোহাম্মদ ফারুক উদ্দিন, এমদাদ আহমেদ, কোষাধ্যক্ষ মো. এনামুল হক, যুগ্ম সম্পাদক নিয়াজ চৌধুরী শোভন, প্রচার ও প্রকাশনা সম্পাদক-মিছবাহ জামাল, মিসেস এস.কে উদ্দিন, আব্দুল মুনিম ও সাবরিনা বৃষ্টি। সংবাদ বিজ্ঞপ্তি