।। সাহিদুর রহমান সুহেল।।
বার্মিংহাম, ৩ জুন: সিলেট বিভাগীয় স্টেডিয়ামের একটি গ্যালারীর নামকরণ ‘প্রবাসী গ্যালারী’ করার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি হস্তার করা হয়েছে। গত ১লা জুন বৃহস্পতিবার দুপুরে বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে সহকারী হাইকমিশনার মো. আলীমুজ্জামানের কাছে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে পক্ষ থেকে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে দীর্ঘ দিন ধরে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারী ‘প্রবাসী গ্যালারী’ নামকরণের দাবী জানিয়ে আসছে। এদিকে, বিলেতে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লণ্ডন বাংলা প্রেস ক্লাব বাংলাদেশ ক্রীড়া পরিষদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে প্রধানমন্ত্রীর বরাবরে দাবীটি বাস্তবায়নের জন্য চিঠি দিয়েছে। এ চিঠিও স্মারকলিপির সাথে সংযুক্ত করা হয়েছে।
স্মারকলিপিটি সহকারী হাইকমিশনার মো. আলীমুজ্জামানের হাতে তুলে দেন, বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের সাবেক সভাপতি সাব্বির হোসাইন, সহসভাপতি এবং বাংলা ভয়েস সম্পাদক মুহাম্মদ মারুফ, সহ সভাপতি নাসির উদ্দিন হেলাল, সদস্য সচিব সাহিদুর রহমান সুহেল, মহিলা সম্পাদিকা ফাহিমা রহিম, সদস্য আব্দুর রহমান সেলিম এবং পরিষদের সদস্য মোর্শেদ চৌধুরী। সংগঠনের পক্ষে স্মারকলিপি হস্তান্তরের আগে সহকারী হাইকমিশনারের কাছে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রতিনিধিরা বলেন, বিলেতে বাংলাদেশীদের ধারাবাহিক অবস্থান এখন তৃতীয়-চতুর্থ প্রজন্ম পর্যন্ত।
শিকড়ের প্রতি টান, দেশ-মাতৃকার প্রতি ভালবাসায় অন্যান্য অনেক জাতি-গোষ্ঠী থেকে বাংলাদেশী বংশোদ্ভূতরা অনন্য। হাজার বছরের বাঙালির ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক কর্মকাণ্ড-তৎপরতা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত পৌঁছে দিতে বিলেতের প্রবাসীরা সেই সূচনাকাল থেকেই ছিলেন তৎপর, সচেতন ও সজাগ। সেই ধরাবাহিকতা রক্ষায় পুরানো দিনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে বার্মিংহামে খোলা মাঠে প্রতি বছর বাংলাদেশী ক্রীড়ামেলার আয়োজন করে থাকে।
ক্রীড়া পারিষদের সদস্য সচিব সাহিদুর রহমান সুহেল জানান, ইতোমধ্যে বিষয়টি নিয়ে সরকারের নানা মহলসহ ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির নজরে আনাসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে ২০১৯ সালে ইংল্যাণ্ডের টন্টোনে বৈঠকে এবং বাংলাদেশ মহিলা ক্রিকেট বোর্ডের সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেলের কাছে ২১৯ সালের ফেব্রæয়ারী মাসে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে তার কাছে লিখিত দাবী জানানো হয়।
বিভিন্ন সময় আশ্বাস পেলেও মূলত কেউ দাবিটির কার্যকর পদক্ষেপ নেননি। তাই, প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য প্রবাসীদের স্মারকলিপি প্রদানের এই উদ্যোগ। প্রতিনিধি দলের সদস্যরা আশা প্রকাশ করে বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখার অন্যতম কারিগর প্রবাসীদের এই দাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করবেন। স্মারকলিপি গ্রহণ করে সহকারী হাইকমিশনার মো. আলীমুজ্জামান জানান, প্রবাসীদের এই যৌক্তিক দাবী সম্বলিত স্মারকলিপি তিনি প্রধানমন্ত্রী নজরে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবেন।