হৃদরোগের ঝুঁকি কমাতে খাবার গ্রহণে সচেতন হোন

“ধূমপান, অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিষ্ক্রিয় থাকা ইত্যাদির ব্যাপারে পদক্ষেপ নিয়ে আমরা আমরা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে পারি।”

ডাঃ শাহেদ আহমেদ
ন্যাশনাল ক্লিনিক্যাল ডিরেক্টর
কার্ডিওভাসকুলার ডিজিজ প্রিভেনশন
এনএইচএস ইংল্যান্ড

হৃদরোগের ঝুঁকি কমাতে খাবার গ্রহণে সচেতন হোন

“কারো ডায়াবেটিস থাকলে কার্ডিওভাসকুলার রোগ হওয়ার ঝুঁকির পাশাপাশি তা অন্যান্য গুরুতর শারীরিক সমস্যা যেমন কিডনি রোগ এবং দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি বাড়ায়। রক্তে উচ্চমাত্রার শর্করা (ব্লাড সুগার) এবং উচ্চ মাত্রার রক্তচাপ থাকলে তার সাথে এই ঝুঁকিও বাড়ে।”

ডাঃ চিরাগ বাখাই
ন্যাশনাল প্রাইমারী কেয়ার এডভাইজার ফর ডায়াবেটিস

হৃদরোগের ঝুঁকি কমাতে খাবার গ্রহণে সচেতন হোন

“অনলাইনে পরিচালিত গ্রুপ সেশন আমাকে খাবারের পরিমাণ সীমিত রাখার ব্যাপারটি সম্পর্কে শিখিয়েছে। আমি এখন প্লেটে কতটা খাবার নিচ্ছি তা খেয়াল রাখি। এছাড়া প্রচুর ফল এবং সবজি কেনার বিষয়টিও নিশ্চিত করি।”

পারভীন আক্তার (৪৪)
ওয়েস্ট ব্রমউইচ

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

কমিউনিটি

আনন্দঘন পরিবেশে জাফরাবাদ স্কুল অ্যাণ্ড কলেজের ‘সুবর্ণ জয়ন্তী’ সম্পন্ন

৭ জুন ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ | কমিউনিটি

লণ্ডন, ০৫ জুন: জাঁকজমকের সাথে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠার ‘সুবর্ণ জয়ন্তী’ সম্পন্ন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যস্থ প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গত ২৯ মে পূর্ব লণ্ডনের একটি হলে আনন্দঘন এ অনুষ্ঠানে যোগ দিতে বিলাতের বিভিন্ন শহর হতে প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সকাল ১১টা থেকে অনুষ্ঠানস্থলে এসে সমবেত হতে থাকেন।

সময়মত অনুষ্ঠানে যোগ দিতে দূর-দূরান্তের অনেকেই আগের দিন লণ্ডনে এসে উপস্থিত হন। দুপুর ১২টায় উপস্থিতদের নিয়ে সুবর্ণ জয়ন্তীর ব্যানার ও বাংলাদেশ এবং ব্রিটেনের পতাকা নিয়ে র‌্যালি বের হয়। অনুষ্ঠানস্থলে পতাকা উত্তোলনের মাধ্যমে হয়?অনুষ্ঠানের শুভ সূচনা। অনুষ্ঠানকে উপভোগ্য ও স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের মধ্যে ছিলো- বিদ্যালয়টি প্রতিষ্ঠায় বিলাত থেকে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান, বাংলাদেশ থেকে ভিডিও কন্ফারেন্সে অতিথিদের অংশগ্রহণ, কুইজ প্রতিযোগিতা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও কেক কাটা ইত্যাদি।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক আলাওর রহমানের সভাপতিত্বে, সদস্য সচিব তহুর আলী, যুগ্ম সচিব এম এ আলী ও আশরাফুল হক খান রুমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয়। শুরুতে আব্দুল জলিল পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মকসুদ রহমান। সম্মাননা এওয়ার্ডের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল হোসেন খান। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিশিষ্টজনের মধ্যে আহবাবুর রহমান জাহেদ, বদরুল হক সাহিন, মিজানুর রহমান সেবুল, আবুল কালাম, আব্দুল হামিদ, সাহেদুর রহমান, ওবায়দুর রহমান জুহেদ, জুহেদুর রহমান জুহেদ, তোফায়েল আহমদ ও আব্দুস সামাদ।

বাংলাদেশ থেকে সরাসরি ভিডিও কনফারন্সে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো.জয়নুল বারী, ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আব্দুল হান্নান, সাংসদ হাবিবুর রহমান হাবিব, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুয়াজিদুল হক তুহিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলার নাজমা রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার জাহেদ চৌধুরী, সাবেক স্পীকার খালিছ উদ্দিন আহমেদ, সাবেক স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলার হেলাল উদ্দিন, ল্যাণ্ড মার্কের চেয়ারম্যান আব্দুল আহাদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এম এ সালমান জেপি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘স্মৃতি রোমন্থন’।

সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, যুগ্ম সম্পাদক নজমুল করীম রাহী ও মুহিবুর রহমান মুর্শেদ অতিথিদের নিয়ে অনুষ্ঠানে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিথি রিয়াজুর রহমান, ফয়জুন নূর মাসুক মিয়া, হানুফা খানম মিনা, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জি আর টি গেøাবাল রিলিফ ট্রাস্টের চেয়ারম্যান জিলু মিয়া সুহেল, কো-ফাউণ্ডার সাহেদুর রহমান, দয়ামীর ওয়েলফেয়ার ট্রাস্টের আবুল কালাম, বদরুল হোসেন জুনা চৌধুরী, হিফজুর রহমান, মানিক খান, লালাবাজার উন্নয়ন ট্রাস্টের সাবেক সভাপতি আব্দুল মুক্তার শাইস্তা, লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের সভাপতি আব্দুল হাফিজ ফজলু, সাবেক সভাপতি মনসুর আহমদ, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক জাকির হোসেন, মিরাজ নান্নু, যুবনেতা জামাল খান, উপদেষ্টা আব্দুল করিম, আব্দুল মতিন মিরন, আমিনুর রহমান এহিয়া, এম এনামুল হক, আবুল কাশেম।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হক আবু, আলী আহসান খান দিপু, আলমাছ খান আজাদ, দৌলত হোসেন, ইকবাল আহমদ, ইলিয়াছ আলী, মিছবাহুল বারী, নাসির উদ্দিন খান, এনামুল কাদির লিটন, আমিনুল হক খান ফারহান, আবুল গনি। উপস্থিত ছিলেন আব্দুল কাদির, সামছুল হক সাইস্তা, তইয়বুর রহমান,আব্দুল রউফ, আব্দুল মুকিত খান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও কমিউনিটি সংবাদ

লণ্ডনে সম্বর্ধনায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

লণ্ডনে সম্বর্ধনায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেটকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে চাই লণ্ডন, ২২ সেপ্টেম্বর: সিলেটকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। গত ২১ সেপ্টেম্বর বুধবার তাঁর সম্মানে ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে...

লণ্ডনে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

লণ্ডন, ২৫ সেপ্টেম্বর: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ মাগরিব পূর্ব লণ্ডনের ব্রিকলেইন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পূর্ব এক...

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

সভাপতি শাহ সনোয়ার হুসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ সরদার ও কোষাধ্যক্ষ আবু ইয়াসিন সুমন লণ্ডন, ২৫ সেপ্টেম্বর: সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সমাপ্রতি অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে শাহ সনোয়ার হুসেনকে সভাপতি, মাসুক আহমদ সরদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে ও...

প্রবাসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সংগঠক মিছির আলী স্মরণে নাগরিক সভা ও দোয়া মাহফিল

বার্মিংহাম থেকে রাজু আহমেদ লণ্ডন, ২৫ সেপ্টেম্বর: প্রবাসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মিছির আলী স্মরণে বার্মিংহাম কমিউনিটির পক্ষ থেকে এক নাগরিক সভা ও দোয়া মাহফিল গত স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হাজী কবির উদ্দিন।...

“এনআরবি’জ রোল ইন বাংলাদেশ পলিটিক্স” শীর্ষক সভায় সিলেট-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা মুহাম্মদ মনির হোসাইন

রাজনীতি পেশীশক্তির কাজ নয় লণ্ডন, ২৫ সেপ্টেম্বর: আসছে জাতীয়। নির্বাচনে সিলেট-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী, যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা মুহাম্মদ মনির হোসাইন বলেছেন, রাজনীতি কোনো পেশী শক্তির কাজ নয়। রাজনীতি হচ্ছে গণমানুষের অধিকারকে মর্যাদার সাথে প্রতিষ্ঠা করা।...

আরও পড়ুন »

 

রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা

গাজীউল হাসান খান এই মুহূর্তে বিশ্বব্যাপী ক্ষমতার বহুকেন্দ্রিক বলয় সৃষ্টি না হলেও বিশ্ব যে আপাতত দুটি প্রধান শিবিরে বিভক্ত হয়ে পড়ছে তাতে কোনো সন্দেহ নেই। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত সাম্প্রতিক সময়ে ব্রিকস অর্থনীতিবিষয়ক সম্মেলন থেকে শুরু করে দিল্লিতে...

লণ্ডনে সম্বর্ধনায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

লণ্ডনে সম্বর্ধনায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেটকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে চাই লণ্ডন, ২২ সেপ্টেম্বর: সিলেটকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। গত ২১ সেপ্টেম্বর বুধবার তাঁর সম্মানে ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে...

লণ্ডনে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

লণ্ডন, ২৫ সেপ্টেম্বর: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ মাগরিব পূর্ব লণ্ডনের ব্রিকলেইন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পূর্ব এক...

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

সভাপতি শাহ সনোয়ার হুসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ সরদার ও কোষাধ্যক্ষ আবু ইয়াসিন সুমন লণ্ডন, ২৫ সেপ্টেম্বর: সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সমাপ্রতি অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে শাহ সনোয়ার হুসেনকে সভাপতি, মাসুক আহমদ সরদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে ও...