লণ্ডন, ১২ জুন: আগামী ২৪ জুন শনিবার পূর্ব লণ্ডনের মে ফেয়ার ভেন্যুতে ঈদুল আযহা উপলক্ষে ঈদ গালা ২০২৩ নামে ঈদ মেলার আয়োজন করেছে ‘প্ল্যানিং বাই শেখস’।
এ উপলক্ষে গত ৮ জুন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘প্ল্যানিং বাই শেখস’ এর পরিচালক ও কর্মকর্তারা আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন “প্ল্যানিং বাই শেখস” এর ম্যানেজিং ডাইরেক্টর ব্যারিস্টার শেখ মাহারিন শওকত। এতে উপস্থিত ছিলেন ‘প্ল্যানিং বাই শেখস’ এর হেড অব মিডিয়া এণ্ড মার্কেটিং কিশোয়ার মুনিয়া এবং হেড অবপ্রমোশন শাহনাজ শিমুল।
আয়োজকরা জানান, মেলা চলবে দুপুর বারোটা থেকে রাত ৯ টা পর্যন্ত। মেলায় কোনো প্রবেশ ফি নেই। সারাদিনব্যাপী উৎসবমুখর পরিবেশে চলবে ঈদের কেনাকাটা। মেলায় থাকবে শাড়ি, সালোয়ার-কামিজ, গয়না, কসমেটিক, সুগন্ধি, ইসলামিক পোশাক, খাবার, মেহেদিসহ শিশুদের বিনোদনের ব্যবস্থা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জানানো হয়, মেলায় ব্যবসায়ীরা স্টল বরাদ্দ নিতে পারবেন। যারা স্টল বরাদ্দ নেবেন তাদের জন্য রয়েছে বিভিন্ন আকর্ষণীয় সুযোগ। এর মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয় তুলে ধরে তাদের ব্যবসার পরিসর বৃদ্ধির সুযোগ মিলবে। আর মেলায় আগত ব্যবসায়ী, দর্শক ও ক্রেতাদের জন্য থাকবে সবচেয়ে আকর্ষণীয় র্যাফেল ড্র এবং পুরস্কার। লিখিত বক্তব্যে ব্যারিস্টার শেখ মাহারিন শওকত বলেন, আইন পেশা এবং আইন বিষয়ক পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই সামাজিক এবং জনকল্যাণমূলক কাজের পরিবেশে আমার বেড়ে ওঠা। আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থেকে সক্রিয় ভূমিকা আগ্রহী। সেই আগ্রহ থেকেই যারা স্বল্প পরিসরে ব্যবসা করেন বা করতে চান এবং সামাজিক এবং পারিবারিক উন্নয়নে ভূমিকা রাখতে চান তাদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করি ২০১৯ সালে। আর সেই প্ল্যাটফর্মটির নাম দেই ‘প্ল্যানিং বাই শেখস’। এই ‘প্ল্যানিং বাই শেখস’ এর আয়োজনে ২০১৯ সালে আমরা ‘ঈদ গালা’ এবং ‘বসন্ত বিলাস’ নামে দু’টি বড় ইভেন্টের আয়োজন করি। এছাড়া বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভক্টোরিয়া কার্নিভাল নামে ২০২০ ও ২০২১ সালে দু’টি ইভেন্টের আয়োজন করি। ওই ইভেন্টগুলোতে প্রায় ৭০ থেকে ৮০টি স্টলের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আয়ের নতুন মাধ্যমে উৎসাহিত হন।
তিনি বলেন, শুরু থেকেই আমাদের যাত্রার মূল লক্ষ্য ছিল সমাজে নারীদেরকে প্রতিষ্ঠা করতে কিছুটা অবদান রাখা। অল্প সময়ের মধ্যেই আমাদের ওই প্লাটফর্ম সমাজের অনেক মানুষের ব্যবসায়িক উন্নয়ন এবং আয়ের মাধ্যম হয়ে দাঁড়ায়। “প্লানিং বাই শেখস” মূলত ছোট-বড় অনলাইন উদ্যোক্তাদের জন্য তিনদিন ব্যাপী ইনডোর মেলার আয়োজন করে যা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলাদেশের প্রায় ২০টিরও বেশি সফল মেলার মাধ্যমে “প্ল্যানিং বাই শেখস” অর্জন করেছে মানুষের আস্থা, ভালোবাসা এবং খ্যাতি। তারই ধারাবাহিকতায় দেশের সীমানা পেরিয়ে “প্ল্যানিং বাই শেখস” প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে মেলার আয়োজন করেছে। মেলার ভ্যানুর আশেপাশে প্রায় ৭৫০টি ফ্রি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে জানিয়ে এই মেলাতে অংশ নেয়া ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে নারী উদ্যোক্তারা উপকৃত হবেন বলে শেখ মাহারিন শওকত আশা প্রকাশ করেন।
তিনি বলেন, আমার প্রত্যাশা এই আয়োজনে অংশ নিয়ে?অনলাইনে গড়ে ওঠা ব্যবসাগুলো তাদের প্রচার ও প্রসার বাড়াতে সক্ষম হবে এবং মেলায় আগত দর্শনার্থীরাও পরিবার পরিজন নিয়ে আনন্দময় সময়?কাটাবেন। এই আয়োজন সফল করতে তিনি গণমাধ্যমের কর্মীদের সহযোগিতা কামনা করেন।