নতুন প্রজন্মকে উৎসাহ দিতে এবং মেলাকে সফল করে তুলতে সহযোগিতা কামনা আয়োজকদের
লণ্ডন, ১২ জুন: কেন্টের ডার্টফোর্ড শহরের টেম্পল হিল কমিউনিটি হলে আগামী ৮ জুলাই শনিবার ‘বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক সংগঠন সপ্তসুর মিউজিক স্কুল এই মেলার আয়োজন করছে।
গত ৯ জুন শুক্রবার লণ্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন মেলার বিস্তারিত তুলে ধরেন সপ্তসুর মিউজিক স্কুলের কর্ণধার রুপি আমিন। এছাড়া সংবাদ সম্মেলনে মেলা আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন কাজী আরিফ, সায়মা হুসাইন, নবীর জামান ও রফিকুল ইসলাম এমদাদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুপি আমিন বলেন, সপ্তসুর মিউজিক স্কুল ২০১৯ সালে প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক সংগঠন। মূলত বাংলা সংস্কৃতিকে প্রবাসের মাটিতে ছড়িয়ে দেবার লক্ষ্য নিয়েই এই প্রতিষ্ঠানটিকে গড়ে তোলা হয়। ডার্টফোর্ডে দিন দিনই প্রবাসী বাংলাদেশীর সংখ্যা বাড়ছে।
কিন্তু সেই তুলনায়?বাংলা সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম সেখানে খুবই কম। সপ্তসুর মিউজিক স্কুল বিগত বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান যেমন ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বছর থেকে সপ্তসুর মিউজিক স্কুল ডার্টফোর্ড কমিউনিটির বাংলাদেশীদের নিয়ে আয়োজন করে বৈশাখী উৎসবের। অভূতপূর্ব সাড়া পাওয়া যায় সেই বৈশাখী উৎসবে। এবার আমরা আরও বৃহৎ পরিসরে মেলার আয়োজন করেছি। সংবাদ সম্মেলনে রুপি আমিন বলেন, ‘আমরা চাই প্রবাসের মাটিতে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতিকে তুলে দিতে এবং সেই লক্ষ্য নিয়েই সপ্তসুর মিউজিক স্কুল পরিবার ডার্টফোর্ডে তাদের কার্যক্রম পরিচালনা করছে’।
মেলাতে স্কুলের ছাত্র-ছাত্রীরা, বৈশাখী র্যালি, সংগীত, নৃত্য, ফ্যাশন শো, চিত্রাঙ্কন এবং নাটক পরিবেশন করবে। সেই সাথে থাকবে লণ্ডনের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত ও নৃত্য। উপস্থিত থাকবেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব। এতে গণমাধ্যমের সহযোগিতার পাশাপাশি আয়োজকরা মেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেন, আমাদের এই সুন্দর আয়োজনে লণ্ডনের সব মিডিয়ার সহযোগিতা কামনা করছি। আমরা কেন্টবাসী পূর্ব?লণ্ডনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি।
আমরাও আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিউনিটির সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের নতুন প্রজন্ম বাংলা সংস্কৃতিকে ধারণ করছে এবং তাদের পরিবেশনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদেরকে উৎসাহ দিতে আপনারা অবশ্যই ৮ জুলাই ডাটফোর্ডের টেম্পল হিলে বৈশাখী মেলাতে অংশগ্রহণ করে মেলাটিকে সফল করে তুলবেন। মেলায় সার্বিক সহযোগিতা দিচ্ছে প্রাইম এস্টেইট এজেন্টস, রাঁধুনী, আপাসেন, ডটপ্রিন্ট, জে স্টেফোর্ড সলিসিটরস এবং শহীদ এণ্ড কোঃ। আর এই প্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা বেশির ভাগই কেন্ট এবং ডার্টফোর্ডে বসবাস করেন।