লন্ডন, ১২ জুন: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বার্মিংহামে অনুষ্ঠিত হয়ে গেলো কল্যাণ সংগঠন ফুলসাইন্দ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা।
গত ৪ঠা জুন রোববার বিকালে বার্মিংহামের একটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হারুন অর রশিদ। সাফি মোহাম্মদ আবদুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়?মো. তনভীর আহমদের কুরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন মো. সুলেমান হোসেন।
সভায় সংগঠনের ১০ বছর পূর্তিতে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সকল প্রয়াত সদস্য এবং তাদের রূহের মাগফেরাত কামনাসহ তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অনেক শুভাকাঙক্ষী। সংগঠনকে বর্তমান অবস্থানে নিয়ে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় দেশে-বিদেশে অবস্থানরত সকল সদস্য এবং প্রতিনিধিবৃন্দকে।
সাধারণ সভায় গত ১০ বছরের সকল কার্যক্রম তুলে ধরে আগামীতে বৃহত্তর এলাকা নিয়ে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করা হয় করার। এতে বক্তব্য রাখেন মইনুল ইসলাম, শামীম উদ্দিন, মো. তমিজুর রহমান রঞ্জু, মাহবুবুল হুদা খান, মতিউর রহমান, শামিমুর রহমান জামিল, দেলওয়ার হোসেন, সমস উদ্দিন, রুহুল আহমদ, জালাল আহমদ ও তারেক আজিজ। সভায় সংগঠনের সকল প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্য, সকল কমিটির সদস্য, প্রতিনিধি এবং শুভাকাঙক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বরাবরের মতো আগামী দিনগুলোতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের সাথে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় সহযোগিতার জন্য সকল মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে?দীর্ঘদিন ধরে অব্যাহত সমর্থনের জন্য সাপ্তাহিক পত্রিকা কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া ইলেক্ট্রনিক মিডিয়ার সর্বাত্মক সহযোগিতার জন্যও বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানের সভাপতি মো. হারুন অর রশিদের বক্তব্য শেষে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন পরিচালক সাফি মোহাম্মদ আবদুর রউফ। সংবাদ বিজ্ঞপ্তি