পত্রিকা ডেস্ক
লণ্ডন, ১৯ জুন: আগামী লণ্ডন মেয়র নির্বাচনকে ঘিরে প্রার্থী মনোনয়নের লড়াই চলছে ক্ষমতাসীন কনজারভেটিভ দলে। এতে শীর্ষ ৩ সম্ভাব্য প্রার্থীর তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভ‚ত মোজাম্মেল হোসেন। মোজাম্মেল হোসেন পেশায় একজন ব্যারিস্টার এবং কিং কাউন্সেলের সদস্য (কিউসি)।
২০২৪ সালের ২ মে আগামী লণ্ডন মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লেবার দলীয় বর্তমান মেয়র সাদিক খান আবারো প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে কনজারভেটিভ মনোনীত প্রার্থীকে লড়তে হবে দুই দফা লণ্ডন মেয়র নির্বাচিত লেবার রাজনীতিক সাদিক খানের সঙ্গে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লণ্ডনের আসন্ন মেয়র নির্বাচনে সম্ভাব্য ৩ জন প্রার্থীর নাম চুড়ান্ত করেছেন টোরি পার্টির নীতিনির্ধারকরা। সংক্ষিপ্ত সেই তালিকায় মোজাম্মেল হোসেনের নাম রয়েছে। বাকি দু’জন হলেন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা সুসান হল এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও প্রযুক্তি ব্যবসায়ী ড্যানিয়েল করস্কি।
দলের নিয়ম অনুযায়ী, সংক্ষিপ্ত এই তালিকা এখন পাঠানো হবে ব্রিটেনের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা ঋষি সুনাকের কাছে। তিনি এই ৩ জনের সাক্ষাৎকার গ্রহণ শেষে তাদের মধ্যে থেকে একজনের নাম চূড়ান্ত করবেন।
আগামী ১৯ জুলাই কনজারভেটিভ পার্টি আনুষ্ঠানিকভাবে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করার কথা রয়েছে।
মোজাম্মেল হোসেনের জন্ম বাংলাদেশের বরিশালে। তিনি গত শতকের নব্বইয়ের দশকের শুরুতে যুক্তরাজ্যে আসেন। ১৯৯৬ সালে যুক্তরাজ্যের নাগরিকত্ব অর্জন করেন।
লণ্ডনের লিঙ্কনস’ ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মোজাম্মেল হোসেন বর্তমানে যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ অপরাধ বিষয়ক আইনজীবী।