কবি সাহিত্যিকরা মানুষ গড়ার রাজনীতি করেন
লণ্ডন, ১৯ জুন: বাংলাদেশ থেকে আগত কবি জিন্নাহ চৌধুরীকে নিয়ে ‘কবিতা স্বজন’র সভায় আলোচকরা বলেছেন, লেখক-কবি-সাহিত্যিকরা রাজনীতি করেন। তবে তা প্রচলিত রাজনীতি নয়, তা মানুষ গড়ার রাজনীতি।
গত ৫ জুন সোমবার পূর্বলণ্ডনস্থ লণ্ডন বাংলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আতাউর রহমান মিলাদ।
কবি এ কে এম আব্দুল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জিন্নাহ চৌধুরী ও বিশেষ অতিথি কবি কাবেরী মুখার্জী। কবিতা স্বজনের পক্ষ থেকে এম মোসাইদ খান হেনা বেগম ও মরিয়ম চৌধুরী অতিথিকে ফুল দিয়ে বরণ করেন। উপস্থিত কবি ও সাহিত্যিকদের সাথে অতিথিদের পরিচয়পর্বের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের মূল পর্বে ছিল আলোচনা, কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও ছড়া পাঠ।
সাহিত্য বিষয়ক আলোচনায় অংশ নেন কবি হামিদ মোহাম্মদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ মাহমুদ নেসওয়ার, কবি ও গল্পকার ময়নুর রহমান বাবুল, গবেষক ফারুক আহমদ প্রমুখ। আলোচনায় কবি হামিদ মোহাম্মদ বলেন, লেখক, কবি, সাহিত্যিকরা রাজনীতি করেন। তবে তা প্রচলিত রাজনীতি নয়, তা মানুষ গড়ার রাজনীতি। আলোচকরা আরো বলেন, জিন্নাহ চৌধুরীর কবিতা, ছড়া, গল্প এবং মননশীল লেখা অত্যন্ত মানসম্মত। প্রচারবিমুখ এই লেখকের লেখা পাঠকমহলে ছড়িয়ে দেয়ার জন্য লেখককে সচেষ্ট হওয়ার প্রতি গুরুত্ব দেয়া হয়।
স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি গোলাম কবির, কবি মুজিবুল হক মনি, কবি মোহাম্মদ ইকবাল, কবি ফারুক আহমদ রনি, কবি মাশুক ইবনে আনিস, কবি ইকবাল হোসেন বুলবুল, কবি শাহ শামীম আহমদ, কবি শামীম আহমদ, কবি এ কে এম আব্দুল্লাহ, কবি শাহ সোহেল, কবি আতাউর রহমান মিলাদ, কবি এম মোসাইদ খান, কবি মরিয়ম চৌধুরী, কবি মোহাম্মদ মুহিদ। অনুষ্ঠানে ছড়া পাঠ করেন ছড়াকার সৈয়দ হিলাল সাইফ।
কবি জিন্নাহ চৌধুরী’র কবিতা থেকে আবৃত্তি করেন টিভি উপস্থাপক ও সংস্কৃতিকর্মী হেনা বেগম। অতিথি কবি ও ছড়াকার জিন্নাহ চৌধুরী স্বরচিত একাধিক কবিতা ও ছড়া পাঠ করেন শোনান। পশ্চিমবঙ্গ থেকে আগত কবি কাবেরী মুখার্জী বর্তমানে লণ্ডনে অবস্থান করছেন। লেখালেখি করেন ইংরেজী মাধ্যমে। তিনি ইংরেজি ভাষায় স্বরচিত কবিতা পাঠ করে শোনান। সাহিত্য আড্ডা শেষে কবি জিন্নাহ চৌধুরীকে কবিতা স্বজনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, কবি জিন্নাহ চৌধুরীর পৈতৃক নিবাস বাংলাদেশের চট্টগ্রামে। সংবাদ বিজ্ঞপ্তি