লণ্ডন বাংলা প্রেস ক্লাবের শোক
লণ্ডন, ১৯ জুন: দ্যা সানরাইজ টুডের সম্পাদক এনাম চৌধুরীর পিতা হাফিজ লুতফুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ও ইন্নাইলাহি রাজিউন। গত ২০ জুন বাংলাদেশ সময়?সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভ‚গছিলেন।
মরহুম লুতফুর রহমান চৌধুরী তিনি সিলেট জেলার ওসমনীনগর উপজেলার খ্যাতনামা আলেম ছিলেন। তিনি উসমানপুর ইউনিয়নের থানাগাঁও খয়রাবাদ মসজিদ প্রতিষ্ঠা করেন এবং সেখানে অবৈতনিক ইমাম ও খতিব হিসাবে দীর্ঘ ৪৫ বছর দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৭ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
২১ জুন মঙ্গলবার বাদ জোহর থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন সম্পন্ন হবে বলে মরহুমের পরিবারে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
লন্ডন বাংলা প্রেসক্লবের শোক
লণ্ডন বাংলা প্রেসক্লবের সদস্য সাংবাদিক এনাম চৌধুরীর পিতা হাফিজ লুতফুর রহমান চৌধুরীর ইন্তেকালে লণ্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। এক শোক বার্তায় ক্লাব সভাপতি প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ এবং কোষাধ্যক্ষ সালেহ আহমদ বলেন, হাফিজ লুতফুর রহমান চৌধুরীর মৃত্যুতে এলাকাবাসী ইসলামের একজন প্রকৃত সেবককে হারালো। এলাকায় মসজিদ প্রতিষ্ঠা করে দীর্ঘ প্রায়?পাঁচ দশক ধরে তিনি এর খেদমতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এ ধরণের উদাহরণ বর্তমান সমাজে বিরল। মরহুম লুতফুর রহমান চৌধুরী দ্বীনের প্রসার আর মানুষের কল্যাণে জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন। তাঁর মতো আলিমে দ্বীনের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।
ক্লাব নেতৃবৃন্দ এনাম চৌধুরীসহ মরহুমের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য্যধারণের শক্তি দিতে এবং মরহুম লুতফুর রহমান চৌধুরীর রূহের মাগফেরাতের জন্য পরম করুণাময় মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এদিকে, এনাম চৌধুরী পরিবারের পক্ষ থেকে তাঁর পিতার মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করছেন। সংবাদ বিজ্ঞপ্তি