লণ্ডন, ১৯ জুন: ফুলসাইন্দ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং প্রাক্তন উপদেষ্টা মুক্তার আহমদ আজাদ স্মরণে সংগঠনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে
।গত ৪ জুন রোববার বিকালে বার্মিংহামের একটি হলে আয়োজিত সংগঠনের সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সমন্বয়ক সাফি মোহাম্মদ আবদুর রউফের উপস্থাপনায় অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে কুরআন তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ তানভীর আহমদ। প্রয়াতের সকল মহতী কার্যক্রম ও কমিউনিটির প্রতি তার নিরলস সেবাদানের কথা সভায় তুলে ধরা হয়। সভায়?বক্তারা বলেন, প্রয়াত আজাদ ছিলেন বাংলাদেশী কমিউনিটির একজন অত্যন্ত পরিচিত মুখ। সুখেদুঃখে সব সময় মানুষের পাশে থাকতেন। শোকসভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চল থেকে আগত বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপস্থিত ছিলেন প্রয়াতের পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়–স্বজন এবং তার ওয়ালসিল থেকে অনেক সহকর্মী ও বন্ধুবর্গ। প্রয়াতের জন্মস্থান ফুলসাইন্দ তথা গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলেমান হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাফিজুর রহমান, আখতার আহমদ, শামীম উদ্দিন, মাসুদুল হক চৌধুরী, আমিনুর রহমান জামিল, মইনুল ইসলাম, মাহবুবুল হুদা খান, হুমায়ূন কবির চৌধুরী একলিম, মো. তমিজুর রহমান রঞ্জু, দেলওয়ার হোসেন, মাসুদ আহমদ জোয়ার্দার ও মরহুমের পুত্র মো. তারেক আজিজ।
অতিথিবৃন্দ প্রয়াতের জ্যেষ্ঠ পুত্র মো. তারেক আজিজের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন।সভার সভাপতি হারুন অর রশিদের সমাপনী বক্তব্য শেষে অনুষ্ঠানের উপস্থাপক সাফি মোহাম্মদ আবদুর রউফ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সব শেষে বার্মিংহাম জামে মসজিদের ইমাম মওলানা শাকির আহমদের পরিচালনায়?সংগঠনের প্রয়াত সকল সদস্যের রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর পর উপস্থিত সকলকে সংগঠনের পক্ষ থেকে আপ্যায়িত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি