লণ্ডনে বাংলা গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়
পত্রিকা প্রতিবেদন ♦ লণ্ডন, ৩১ জুলাই: সিলেট সিটির নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট শহরকে তিনি একটি অনুসরণীয় শহর হিসেবে প্রতিষ্ঠা করতে চান, যাতে দেশের অন্যান্য শহরের মানুষ বলে তারাও সিলেটের মত শহর চায়। এমন একটি আদর্শ শহর গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।
গত ২৮ জুলাই শুক্রবার যুক্তরাজ্যে বাংলা গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে নিজের এমন স্বপ্নের কথা জানান আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেটের নবনির্বাচিত এই মেয়র সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, আপনারা কেবল ভুল-ত্রুটি আর সমালোচনা নিয়ে ব্যস্ত থাকবেন না, কীভাবে ভালো কাজ করা যায়-আপনাদের কাছ থেকে সেই সহযোগিতাও চাই। পূর্ব লণ্ডনের কমার্শিয়াল রোডের লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমি স্কুল মিলনায়তনে এই সভার আয়োজন করে আনোয়ারুজ্জামান চৌধুরী ক্যাম্পেইন কমিটি, যুক্তরাজ্য। এতে যুক্তরাজ্যে বিভিন্ন বাংলা গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সাংবাদিকরা সিলেটের জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, প্রবাসীদের ভূমি দখল ও হয়রানি, মাদক, বেকারত্ব, শিক্ষা ও বিদ্যুত সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি সমস্যাগুলোর সমাধানে নানা পরামর্শও প্রদান করেন।
জবাবে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, তিনি মাত্র ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি জানেন এই সময়ের মধ্যে সকল সমস্যার সমাধান সম্ভব নয়। কিন্তু যুক্তরাজ্যে বসবাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সিটি কর্পোরেশন পরিচালনায় একটি সিস্টেম গড়ে তোলার চেষ্টা করবেন। যাতে কোনো ব্যক্তির ওপর নির্ভর করে নয়, বিদ্যমান সিস্টেম যে কোনো সমস্যা সমাধানে কাজ করে। সিলেট সিটির জন্য একশ বছরের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রনয়নের আগ্রহের কথা জানিয়ে নব-নির্বাচিত এই মেয়র বলেন, স্বল্প মেয়াদে যত কিছু করা সম্ভব তার সবটুকু করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি বলেন, এতদিন দলীয় মনোনয়ন ও নির্বাচন নিয়ে ছিলো সকল চিন্তা। কিন্তু এখন সব চিন্তা মানুষকে দেয়া ওয়াদাগুলো পূরণ নিয়ে। কারণ আমাকে মানুষের কাছে জবাবদিহি করতে হবে। প্রবাসীদের ভূমি দখল ও হয়রানি নিয়ে নতুন মেয়র বলেন, ভূমি দখলকারীদের তিনি কোনো ছাড় দেবেন না।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমি যে বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছি, তার একমাত্র কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আমার ভরসা। সিলেটের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী আমার আবদার রাখবেন-এটা আমার বিশ্বাস এবং ভরসার মূল জায়গা। মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে প্রবাসীরা এর সুফল পাবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বরে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি যুক্তরাজ্য প্রবাসী। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।