লণ্ডন, ৩১ জুলাই: প্রয়াত সিনিয়র সাংবাদিক শ্রী অজয় পাল, চ্যানেল এস টেলিভিশনের হেড অব নিউজ এবং সাপ্তাহিক পত্রিকার সাবেক বার্তা সম্পাদক কামাল এইচ মেহেদী, সত্যবাণীর বার্তা সম্পাদক নিলুফা ইয়াসমিন হাসান ও কন্ট্রিবিউটিং এডিটর এবং সাপ্তাহিক পত্রিকার সাবেক বার্তা সম্পাদক, ডেইলী স্টারের লণ্ডন প্রতিনিধি আনসার আহমেদ উল্লাহ- এই চার সাংবাদিক এবার ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি বিআরইউ এওয়ার্ড ২০২২-২৩ পেয়েছেন।
২৮ জুলাই সন্ধ্যায় পূর্ব লণ্ডনের একটি রেস্টুরেন্টে চার সাংবাদিকের হাতে এওয়ার্ড তুলে দেন ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির এওয়ার্ড বিতরণী ও মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার বলেন, তৃতীয় বাংলা খ্যাত গ্রেট ব্রিটেনে সামাজিক দায়বদ্ধতা নিয়ে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি কাজ করছে যা সত্যিই প্রশংসার দাবীদার। লণ্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন সাংবাদিক প্রশিক্ষণসহ সামাজিক কর্মকাণ্ডে সাংবাদিকদের পাশে আছে এবং থাকবে বলে তিনি আশ্বাস দেন।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজিদুর রহমান ও হ্যাপী শারমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লণ্ডন বারা অব নিউহাম কাউন্সিলের চেয়ার (স্পিকার) কাউন্সিলার রহিমা রহমান, লণ্ডন বারা অব রেডব্রিজ কাউন্সিলের মেয়র জোছনা ইসলাম, কেমডেন সিটি কাউন্সিলের মেয়র কাউন্সিলার নাজমা রহমান, লণ্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার, লণ্ডনন্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) আশিকুন নবী চৌধুরী ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান।
একই অনুষ্ঠানে ইউকে বিআরইউ বেস্ট রিপোর্টার অব দ্যা ইয়ার ২০২১ অ্যাওয়ার্ড পেয়েছেন এটিএন বাংলা ইউকে’র ম্যানচেস্টার প্রতিনিধি আমিনুল হক ওয়েছ এবং ইউকে বিআরইউ বেস্ট রিপোর্টার অব দ্যা ইয়ার ২০২২ পেয়েছেন জগন্নাথপুর টাইমসের কন্ট্রিবিউটিং রিপোর্টার, ব্রিটবাংলা গার্ডিয়ানের ম্যানেজিং এডিটর মুহাম্মদ সালেহ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও লণ্ডনস্থ বাংলাদেশ মিশনের সাবেক প্রেস মিনিস্টার বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, এটিএন বাংলা ইউকের উপস্থাপিক সাংবাদিক উর্মি মাজহার, চ্যানেল এস-এর সংবাদ উপস্থাপক ডা. জাকি রেজোয়ানা আনোয়ার, প্রবীণ সাংবাদিক, মুক্তকথা সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারুনুর রশীদ, লণ্ডন রেইনবো ফিল্ম ফ্যাস্টিভ্যালের প্রবর্তক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা কামাল, শিক্ষাবিদ ড. রোয়াব উদ্দিন, রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলার শামস ইসলাম, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলার, সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান জসিম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার রেবেকা সুলতানা, লণ্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাসন, লণ্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ট্রেজারার জনমতের সহকারী সম্পাদক মুসলেহ উদ্দিন আহমেদ, বাংলা সংলাপের বিশেষ প্রতিনিধি বেতার বাংলার প্রেজেন্টার আনিসুর রহমান আনিছ, লণ্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, লণ্ডন বাংলা প্রেসক্লাবের সহকারী সম্পাদক সাঈম চৌধুরী, লণ্ডন বাংলা প্রেস ক্লাবের ইসি মেম্বার, দ্যা এডিটরের সম্পাদক আহাদ চৌধুরী বাবু, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেইন, প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট হোসনে আরা মতিন, স্বদেশ-বিদেশ ডটকমের সম্পাদক বাতিরুল হক সরদার, কলামিস্ট রুমি হক, সাংবাদিক অলিউর রহমান অলি ও জামাল খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাহেদা আর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদ, জগন্নাথপুর টাইমস-এর কন্টিবিউটিং রিপোর্টার, এসিসটেন্ট ট্রেজারার আশরাফুল হুদা ও মিজানুর রহমান মিরু। প্রয়াত অজয় পালের পক্ষে এওয়ার্ড গ্রহণ করেন তার স্ত্রী দিপা পাল ও পুত্র দিপায়ন পাল। অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি জার্নাল অব ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির জুলাই-২০২৩ সংখ্যার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ। নৈশভোজে মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি