লণ্ডন, ৩১ জুলাই: সমাজে সবচেয়ে আলোকিত ও শ্রদ্ধেয় মানুষ শিক্ষকদের কল্যাণে ব্রতী যুক্তরাজ্যভিত্তিক কল্যাণ সংগঠন টি আলী স্যার ফাউণ্ডেশন লণ্ডনে দুই গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে। এই গুণী দুই শিক্ষক হলেন- জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক অদ্বৈত কান্ত দাস ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান।
উল্লেখ্য, ২০১৯ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত চ্যারিটি সংগঠন শুরু থেকেই বাংলাদেশের গুণী শিক্ষকদের খুঁজে বের করে সম্মাননা প্রদান করে আসছে। পাশাপাশি শিক্ষকদের অবসরকালীন সময়কে আনন্দময় করতে শিক্ষার্থীদের সাথে একটি হার্দিক সম্পর্ক অটুট রাখার লক্ষ্যে নানা রকম সৃজনশীল উদ্যোগ এবং সামাজিকভাবে শিক্ষাগুরুদের সর্বোচ্চ সম্মান জানানোর উদ্যোগ নিতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও অনুপ্রেরণা দানে কাজ করে চলেছে। এছাড়া আর্থিকভাবে অস্বচ্ছল কিংবা অসুস্থদের শিক্ষকদের কাছে মর্যাদার সাথে সহায়তা পৌঁছে দিতেও কাজ করে থাকে সংগঠনটি।
গত ২৫ জুলাই পূর্ব লণ্ডনের একটি হলে সংগঠনের সভাপতি ফয়সল আহমদ রুহেল সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক রাসেল আহমদ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক ছরওয়ার আহমদের যৌথ সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লণ্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক জনমত সম্পাদক ও লণ্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক ও লণ্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমেদ, লণ্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদ।
অনুষ্ঠানে এই দুই গুণী শিক্ষক তাদের শিক্ষকতা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং তাদের কর্মের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অতিথিবৃন্দ সম্মাননাপ্রাপ্ত দুই শিক্ষকের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ফাউণ্ডেশনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল অভ্যর্থনা জ্ঞাপন করে টি আলী স্যার ফাউণ্ডেশনের পক্ষ থেকে সংগঠনের লক্ষ্য ও ধারাবাহিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ছরওয়ার আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার জাহেদ চৌধুরী, প্রেসক্লাবের সহসভাপতি রহমত আলী, কমিউনিটি নেতা জেবুল ইসলাম, আনোয়ার হোসেন, কবির হোসেন, শামিম আহমদ, প্রেসক্লাবের সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক ইমরান আহমদ, সুমন মিয়া, ফখরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, টি আলী স্যার ফাউণ্ডেশন ২০২০ সাল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের টি আলী স্যার ফাউণ্ডেশন সম্মাননা পদক এবং বিশেষ সম্মাননা প্রদান করে আসছে। এছাড়া ফাউণ্ডেশন অবসরপ্রাপ্ত শিক্ষকদের জীবনী লিখে তা বিভিন্ন মাধ্যমে প্রচারের পাশাপাশি তা ফ্রেমবন্দি করে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের হাতে তুলে দিয়ে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি