লণ্ডন, ৩১ জুলাই: ব্রিটিশ-বাংলাদেশী টিচার্স অ্যাসোসিয়েশন (বিবিটিএ) বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুলাই শনিবার এসেক্সের হ্যাইনল্ট ফরেস্ট কাউন্ট্রি পার্কে আয়োজিত এ পিকনিকে বিবিটিএ-এর সদস্যসহ তাঁদের পরিবারবর্গ ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। ঘরে রান্না করা রকমারি মজাদার খাবার নিয়ে সদস্যরা দুপুর ১২টায় পিকনিক স্থলে হাজির হন।
সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ও পিকনিক কর্ডিনেটোর মুনজেরীন রশীদের সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন বিবিটিএ-এর সভাপতি আবু হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুমিতুর রেজা চৌধুরী, সহ-সভাপতি মুজিবুল হক মনি, সাধারণ সম্পাদক সিরাজুল বাছিত চৌধুরী, কোষাধ্যক্ষ মিসবা কামাল আহমদ, যুগ্মসম্পাদক ডঃ রোয়াব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কানিজ আশরাফী এবং প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহজাহান। সংগঠনের তিন সাবেক সাধারণ সম্পাদক জামাল আহমদ, জামাল উদ্দীন চৌধুরী, কাউন্সিলার ইকবাল হোসেন ও সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান অংশ নেন। বিবিটিএ-এর কার্যনির্বাহী সদস্যদের মধ্যে পিকনিকে যোগ দেন শওকত মাহমুদ টিপু, হাসনা রহমান, সাবিতা শামসাদ, রোকসানারা গনি, আবদুল মুক্তাদির, শাহীন খান ও সদস্যদের মধ্যে মোহাম্মদ আব্দুল হান্নান, মির্জা আসহাব বেগ, শিল্পী হান্নান, মনসুর রশীদ, রওশন আরা কামাল, মঈন উদ্দীন আহমদ, রোজী আহমদ, মোশতাক আহমদ, সুফিয়া আহমদ এবং এরিনা সিদ্দিকী সুপ্রভা। সিনিয়র সদস্যদের মধ্যে অংশ নেন দুই সাবেক সিনিয়র প্রভাষক রেহানা খানম রহমান এবং রাজিয়া বেগম।
বিবিটিএ পরিবারের সদস্যদের অংশগ্রহণের পাশাপাশি অতিথি হিসেবে আনন্দ ভাগাভাগি করে নেন সাবেক কাউন্সিলার আতাউর রহমান, সাবেক কাউন্সিলার আয়েশা চৌধুরী, ব্যারিস্টার জাকির হোসেন ও চিত্র নায়িকা সোনিয়া রোকসানা হাসি। পিকনিকের নির্ধারিত স্থান হ্যাইনল্ট ফরেস্ট কাউন্ট্রি পার্কে বৃষ্টি শুরু হলে বিকেল চারটায় পিকনিক কোঅর্ডিনেটর মুনজেরীন রশীদ ও মনসুর রশীদের আমন্ত্রণে তাঁদের বাসভবনে পিকনিকের দ্বিতীয় পর্ব শুরু হয়। গান, কবিতা, কৌতুক, স্মৃতিচারণ এবং গল্প বলার মাধ্যমে রাত নয়টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিবিটিএ-এর সহ-সভাপতি মুজিবুল হক মনি ও বিবিটিএ পরিবারের সদস্য কাউন্সিলার সাঈদা চৌধুরীর ভাটি গানের এক যৌথ পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। পিকনিকে মজাদার খাবার নিয়ে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রিটিশ-বাংলাদেশী টিচার্স এসোসিয়েশনের সভাপতি আবু হোসেন। বিশেষ করে পিকনিক কর্ডিনেটোর মুনজেরীন রশীদ ও মনসুর রশীদকে তাঁদের বাসভবনে পিকনিকের দ্বিতীয় পর্ব আয়োজনের জন্য সবার পক্ষ হতে তাঁদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি