লণ্ডন, ৫ আগস্ট: লণ্ডনের টাওয়ার হ্যামলেটস অত্যন্ত সুপরিচিত সেকেণ্ডারী স্কুল লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমী প্রতিবারের ন্যায় এই সামারে ও স্কুল হলিডেতে ৪ সপ্তাহব্যাপী ফ্রি সামার স্কুল পরিচালনা করছে। সামার স্কুলে ৮-১৪ বছরের বিভিন্ন স্কুলের প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে।
সম্পূর্ণ এই ফ্রি সামার স্কুলে ছাত্র ছাত্রীরা বিভিন্ন খেলাধুলা এবং ট্রিপে অংশগ্রহণ করছে এবং ফ্রি লাঞ্চের সুবিধা নিচ্ছে। বিভিন্ন খেলাধুলার মধ্যে তারা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ডজবল, টেবিল টেনিস, বাস্কেটবল, হকিসহ বিভিন্ন আর্টস এণ্ড ক্রাফটস, বোর্ড গেইমে অংশগ্রহণ করছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চার সপ্তাহব্যাপী এই সামার স্কুলে তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়েষ্ট হাম স্টেডিয়াম, উবার বোটস, লণ্ডন আই, ওয়েস্টমিনস্টার ট্যুর, ফ্লিপ আউট, সাউথ এণ্ড এডভেঞ্চার আইল্যাণ্ড।
এছাড়া ইয়ার-৫ এবং ৬ ছাত্রছাত্রীর জন্য ফ্রি সাটস এর ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। সামার স্কুলের শেষ সপ্তাহের ১৬ই আগষ্টে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের জন্য লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমী (এলইএ) কমিউনিটি ফান-ডের আয়োজন করা হয়েছে।
সামার স্কুল পরিচালনা করছেন মুহি মিকদাদ, কাদিম ক্যাম্পবল, জাহাঙ্গীর রহমান, মোহাম্মদ গণি এবং আতিকুর রহমান সহ স্কুলের ৮/১০ জন কর্মী। এই সামার স্কুল ২৪ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে। টাওয়ার হ্যামলেটসের ৮-১৪ বছরের যে কোন ছাত্র ছাত্রী এই ফ্রি সামার স্কুলে অংশগ্রহণ করতে চাইলে স্কুলে 0207 4260746 ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তি