লণ্ডন, ০৬ আগস্ট: উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যে বসবারত সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন পাইলটিয়ান অ্যালামনাই ইউকের ক্রিকেট টুর্নামেন্ট লণ্ডনে সম্পন্ন হয়েছে। গত ২৬ জুলাই বুধবার এসেক্সের রডিং ভ্যালি ক্রিকেট ক্লাবে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সকাল থেকেই পাইলটিয়ানরা জড়ো হতে থাকেন এসেক্সের বাকার্স্টহিল শহরে অবস্থিত ক্রিকেট মাঠে। বিপুল সংখ্যক পাইলটিয়ানের উপস্থিতিতে আয়োজনটি সতীর্থদের মিলন মেলায় পরিণত হয়।
টুর্নামেন্টে ১৯৬২ সালের ব্যাচ থেকে শুরু করে ২০১৬ সালের ব্যাচ পর্যন্ত প্রাক্তন পাইলটিয়ানরা খেলায় অংশ নেন। যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে পাইলটিয়ানদের নিয়ে গঠিত চারটি টিম টুর্নামেন্টে অংশ নেয়।
টিমগুলো হলো- রয়েল চ্যালেঞ্জার পাইলটিয়ান, রয়েল পাইলটিয়ান, পাইলটিয়ান টাইগার্স এবং পাইলটিয়ান রেইঞ্জার্স। রয়েল চ্যালেঞ্জার পাইলটিয়ান-এর অধিনায়ক ছিলেন সোয়েব আদমজী এবং সহকারী অধিনায়ক ছিলেন আজমান, রয়েল পাইলটিয়ান-এর অধিনায়ক ছিলেন মোহাম্মদ রাজ্জাক এবং সহকারী অধিনায়ক ছিলেন রাজা, পাইলটিয়ান টাইগার্স-এর অধিনায়ক ছিলেন সাহেদ শামস, সহকারী অধিনায়ক ছিলেন সাকিব এবং পাইলটিয়ান রেইঞ্জার্স-এর অধিনায়ক ছিলেন মুবিন চৌধুরী এবং সহকারী অধিনায়ক ছিলেন আব্দুল্লাহ ফাতানি বাপন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে রয়েল পাইলটিয়ান এবং রানার্সআপ হয় পাইলটিয়ান রেইঞ্জার্স। টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন শামী, রাজা এবং মিফতা। টুর্নামেন্টে সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেটের জন্য ম্যান অব দ্যা সিরিজ পুরস্কারটি জিতে নেন আলী সানজিত শামী। স্কুলের ১৯৬২ সাল ব্যাচের প্রাক্তন ছাত্র আহমেদ হোসেন মুকুল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কবির খান। আনন্দঘন এই আয়োজনে উপস্থিত ছিলেন সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৬৭ সালে রেকর্ড মার্ক নিয়ে প্রথম স্থান অধিকারী আব্দুর রকিব, বিসিএর সাবেক প্রেসিডেন্ট কামাল ইয়াকুব, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল গনি, বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সাবেক কৃতি ফুটবলার মাহতাব উদ্দিন, জাকিব হোসেন, লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, মুবিন চৌধুরী, সৈয়দ ইমদাদুর রহমান, সাহেদ সামস, তৌহিদ ফিতরাত হোসেইন, মুফতি সোয়েব, সোয়েব আদমজী, ক্রীড়া সংগঠক সাইফুর রাজা চৌধুরী পথিক, মোহাম্মদ ইসহাক জিতু, রুহি আহমদ, আবু আরেফ, নুরুল জাবের, ফুরকান হাসান রাসেল, তৌহিদুল আবেদীন সাজু, সনজিৎ দাশ, শাহ মাহমুদ হাসান, আব্দুল্লাহ ফাতানি বাপন, মোহাম্মদ ফাত্তাহ, ইমরান এ কিবরিয়া চৌধুরী, আখলাকুর রহমান, মোহাম্মদ হাফিজ শিপলু, মিকদাদ খান, মাহবুব শোভ, মোহাম্মদ চৌধুরী মাহমুদ, মিশু চৌধুরী প্রমুখ।
এই টুর্নামেন্টকে সফল করতে বিভিন্নভাবে সহযোগিতা করেন সাকিব, নাসির, ফাহিম, শামমাম, আনোয়ার চৌধুরী, মিফতা ইসলাম, রেজওয়ান জায়গীরদার, এম এফ এ জামান, এস রাজা, হাসান মোহাম্মদ বাবলা, আজমান, শাকিল, সিরাজী, আনোয়ার চৌধুরী, মীর আজহার, সাবের, আদনান, নাহিয়ান, মনির প্রমুখ। টুর্নামেন্টটি স্পন্সর করে পাইলটিয়ানদের একাধিক প্রতিষ্ঠান প্যানহিল লজিস্টিক, রাজ্জাক এসোসিয়েট ও জি.ই.সি.সি। সংবাদ বিজ্ঞপ্তি