কমিউনিটি

রিপনকে বাঁচাতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন

১৭ আগস্ট ২০২৩ ৩:২১ পূর্বাহ্ণ | কমিউনিটি

সংবাদ সম্মেলনে সকলের সহযোগিতা কামনা

লণ্ডন, ১৪ আগস্ট: রিপন দে আজ বড় অসহায়, বিপন্ন। তাঁর দুটি কিডনিই তার কাজ করেছে না। কাঁদছে তার শিশু সন্তান, কাঁদছেন তার বিপন্ন স্ত্রী। ডাক্তাররা বলেছেন, তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে। কিডনি প্রতিস্থাপন ছাড়া রিপনকে আর বাঁচানো যাবে না। কিন্তু এজন্য প্রয়োজন অন্তত ৫০ হাজার পাউণ্ড। এই পরিস্থিতিতে তাঁর চিকিৎসা সহায়তায় এগিয়ে আসতে সকলের প্রতি বিশেষ আবেদন জানানো হয়েছে।

গত ১১ আগস্ট শুক্রবার প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতি ও প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়। 

উল্লেখ্য, সিলেট জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভুদরপুর গ্রামের বাসিন্দা রিপন দেব দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। ভারতের বিভিন্ন হাসপাতালে অনেক দিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন। বর্তমানে তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, রিপন দেব ব্রিটেনে বেশ কিছুদিন ছিলেন। এখানে থাকা অবস্থায় তাঁর রোজগারের সবই বেশ কয়েকবার ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে শেষ করে তিনি এখন নিঃস্ব। এখন তাঁর মায়ের পেনশনের দশ লক্ষ টাকাই মাত্র সম্বল। রিপন দেব এক সময় গরীব-অসহায় মানুষকে সাহায্য করেছেন আর আজ তিনি নিজেই অন্যের বদান্যতার মুখাপেক্ষী। 

লণ্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারপারসন রবিন পাল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির বিদায়ী সেক্রেটারী শেখ আব্দুল কুদ্দুছ। এছাড়া বক্তব্য রাখেন আদর্শ উপজেলা সমিতির নব নির্বাচিত সভাপতি রশিদ আহমদ, এডুকেশন ট্রাস্টের সেক্রেটারী নাজমুল ইসলাম, সাবেক চেয়ারপারসন গোলাম কিবরিয়া, সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমদ, সমিতির সাবেক সেক্রেটারী মশিউর রহমান মসনু, লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারী তাইসির মাহমুদ, সাবেক সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের, ট্রাস্টের সাবেক সেক্রেটারী তাজির ঊদ্দিন মান্নান, সাবেক ট্রেজারার আনসার আলী, কমিঊনিটি নেতা আবুল কালাম সেতু ও শুভাংশু ধর।

উল্লেখ্য, রিপনের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে চ্যানেল এস-এ ১৬ আগস্ট বুধবার একটি লাইভ চ্যারিটি আপীল অনুষ্ঠিত হয়েছে। এদিকে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর হৃদয়বান অনেকেই নিজ নিজ সাধ্যানুযায়ী পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। 

সংবাদ সম্মেলনের আয়োজকরা সমাজে বিত্তশালী দানশীলদের প্রতি বিশেষ আবেদন জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলে অসহায় রিপন দেবের পাশে দাঁড়িয়ে তাঁর কিডনি প্রতিস্থাপনে সহযোগিতা করে একটি জীবন রক্ষা করি। এতে শুধু রিপন দেব নয়, একটি পরিবার বাঁচবে, তাঁর দুধের শিশুটি পিতৃহারা হবে না। নেতৃবৃন্দ মিডিয়ার মাধ্যমে এই আবেদনটি দেশ-বিদেশের সকলের কাছে পৌঁছে দেবার অনুরোধ জানিয়েছেন।  

আরও কমিউনিটি সংবাদ

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

সারওয়ার-ই আলম ♦লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক...

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদী চৌধুরী ডিরেক্টর জেনারেল, হেলাল খান ফাইন্যান্স ডিরেক্টর হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ জুন: লণ্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স...

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

সপ্তসুরের আয়োজনে ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব ৬ জুলাই

লণ্ডন, ১৭ জুন: ডার্টফোর্ডে এবারের বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে ৬ জুলাই। সপ্তসুর বাংলা মিউজিক স্কুলের উদ্যোগে ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে এই উৎসবের। উৎসবকে সামনে রেখে গত শুক্রবার লণ্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত...

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রেস্টনে ‘স্টোরিজ অব ৭১‘ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

লণ্ডন, ১৭ জুন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইংল্যাণ্ডের উত্তর-পশ্চিমান্ঞ্চলের বাংলাদেশিদের ভূমিকা নিয়ে প্রকাশিত হয়েছে ‘স্টোরিজ অব ৭১‘। বইটি লিখেছেন এজহিল ইউনিভার্সিটির সাবেক সিনিয়র লেকচারার তাসলিম শাকুর এবং ব্রিটেনে জন্ম এবং বেড়ে ওঠা তরুণ প্রজন্মের লেখিকা শবনম আহসান।...

আরও পড়ুন »

 

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

রোববার ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান

অংশ নিচ্ছে ৪০টি চ্যারিটি সংস্থা: সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান লণ্ডন, ২৭ সেপ্টেম্বর: রোববার, ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব লণ্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশতম মুসলিম চ্যারিটি রান। এতে ইস্ট লণ্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ...

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

২৮ জুন সুরালয়ের সঙ্গীত উৎসব

সারওয়ার-ই আলম ♦লণ্ডন, ২৬ জুন: ব্রিটিশ-বাংলাদেশী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরালয়ের বার্ষিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জুন শুক্রবার। পূর্ব লণ্ডনের ক্রিস্টেল ব্যান্কুয়েটিঙ হলে অনুষ্ঠিতব্য এ উৎসব সন্ধ্যা ছ’টায় শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত। উৎসবে সুরালয়ের একঝাঁক...

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

নতুন নেতৃত্বের হাতে বিবিসিসিআই

রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদী চৌধুরী ডিরেক্টর জেনারেল, হেলাল খান ফাইন্যান্স ডিরেক্টর হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ২০ জুন: লণ্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স...