পত্রিকা ডেস্ক ♦
লণ্ডন, ১৪ আগস্ট: আনন্দঘন আয়োজনে শেষ হয়েছে লণ্ডন বাংলা প্রেসক্লাবের সামার ট্রিপ। এবারের গন্তব্য ছিলো লণ্ডনের অদূরের সাউথএণ্ড-অন-সী সমুদ্র সৈকত। লণ্ডন বাংলা প্রেসক্লাবের সদস্যদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে এই সামার ট্রিপে অংশ নেন।
করোনাকালীন ব্যতিক্রম ছাড়া প্রতি বছররই লণ্ডন বাংলা প্রেসক্লাব সদস্যদের জন্য প্রতিবছর সামার ট্রিপের আয়োজন করে। এবারের আয়োজনেরও কিছুটা ভিন্নতা ছিলো। এবার সদস্যরা নিজ নিজ দায়িত্বে পৌঁছে যান সাউথএণ্ড-অন-সীর নির্ধারিত গন্তব্যে। ১৩ আগস্ট রোববার ছুটির দিনে সেখানে দুপুর ১২টা জমা হতে থাকেন ক্লাবের সদস্যরা। শুরু হয় পারস্পরিক সৌহার্দ্য আর হৃদ্যতা বিনিময়ের আনন্দঘন আয়োজন। সমুদ্রপারে ঘোরাঘুরি, মাঝে বিরতি নিয়ে দুপুর আড়াইটায় পরিবেশন করা হয় দুপুরের খাবার।
এরপর চলে নারী-পুরুষ ও শিশু-কিশোরদের নিয়ে আলাদা আলাদা ক্রীড়া প্রতিযোগিতা। পুরুষদের জন্য ছিলো- রশি টানাটানি ও ফুটবল খেলার আয়োজন। দুইটি দলে ভাগ হয়ে খেলা এসব প্রতিযোগিতায় দলগুলোর নেতৃত্ব দেন ক্লাবের এসিসটেন্ট সেক্রেটারি সাঈম চৌধুরী ও নির্বাহী সদস্য আনোয়ার শাহজাহান। দুটিতেই বিজয়ী হয় আনোয়ার শাহজাহানের দল। রেফারির দায়িত্ব পালন করেন রহমত আলি ও মোস্তফা কামাল মিলন। নারীদের জন্য ছিলো হাঁড়িভাঙ্গা ও মার্বেল দৌড়। হাঁড়িভাঙ্গায় বিজয়ীরা হলেন- জিনাত আরা জায়েদ শারমিন, হাবিবা ও অজন্তা রায়। আর মার্বেল দৌঁড়ে পুরস্কার জিতে নেন অজন্তা রায়, নাসরিন শাহজাহান ও শিউলি হান্নান। এছাড়া শিশুদের ৩ থেকে ১০ বছর ক্যাটাগরিতে মার্বেল খেলা বিজয়ীরা হলো- যথাক্রমে তাইবা, রিফাত ও আইয়াত। আর বাকেটে বল নিক্ষেপে বিজয়ী যথাক্রমে অক্ষর রায়, তাহমিদ, আবেরী। ১১ থেকে ১৭ বয়স ক্যাটাগরিতে মার্বেল খেলা বিজয়ীরা হলো- যথাক্রমে মারজান মৃধা, আবরার ও এহসানুল করিম মৃধা। বিজয়ীদের সকলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কার বিতরণী পর্বে ইভেন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম মৃধার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সহ সভাপতি রহমত আলী, এ্যাসিস্টেন্ট সেক্রেটারি সাঈম চৌধুরী, এসিসটেন্ট ট্রেজারার এম এ কাইয়ুম, আইটি এ্যাণ্ড মিডিয়া সেক্রেটারি এম এ হান্নান ও ইসি মেম্বার আনোয়ার শাহজাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিথি টম, বদরুজ্জামান বাবুল, মোস্তফা কামাল মিলন, এনাম চৌধুরী, হাসনাত চৌধুরী, জি আর সোহেল, খালেদ মাসুদ রনী, জুবায়ের আহমেদ, মাহবুব খানশূর, খালেদ পাটোয়ারী ও অজন্তা রায় প্রমুখ।
সন্ধ্যায় ছিলো সাউথ-এণ্ড-অন সীর বাসিন্দা ক্লাবের সদস্য আবৃত্তি শিল্পী মুনিরা পারভীনের বাসায় চায়ের আমন্ত্রণ। ফলে সেখানে চলে চায়ের চুমুকে জমজমাট আড্ডার পাশাপাশি কবিতা আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনা। অংশগ্রহণকারী সকল সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সমাপ্ত হয় এবারের সামার ট্রিপের কার্যক্রম। তখন রাত প্রায় ১০টা। জমজমাট আড্ডা আর চমৎকার একটি দিনের স্মতি নিয়ে সকলের ঘরে ফেরা।
এই সামার ট্রিপ আয়োজনে ক্লাবের ইভেন্ট এ্যাণ্ড ফ্যাসেলিটিজ সেক্রেটারি মোঃ রেজাউল করিম মৃধার সাথে সহযেগিতায় ছিলেন ট্রেজারার সালেহ আহমেদ, মোঃ আব্দুল কাইয়ুম, আব্দুল হান্নান এবং ইসি কমিটি সদস্য আহাদ চৌধুরী বাবু, আনোয়ার শাহজাহান ও শাহনাজ সুলতানা।