।। নিলুফা ইয়াসমিন হাসান ।।
লণ্ডন, ৯ সেপ্টেম্বর: সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট পরিচিত মুখ এমদাদ তালুকদার ও তাঁর স্ত্রী মাহফুজা তালুকদার বিলেতের প্রাচীনতম সম্মানজনক খেতাব “ফ্রিডম অফ লণ্ডন”-এ ভূষিত হয়েছেন। অভিভাবকহীন ছেলেমেয়েদের প্রতিপালন (ফস্টারিং) ও কমিউনিটির উন্নয়নে ব্যাপক ভূমিকার স্বীকৃতিস্বরূপ সিটি অফ লণ্ডন কর্পোরেশন এই দম্পতিকে “ফ্রিডম অফ লণ্ডন” সম্মাননায় ভূষিত করে। গত ৩১ আগস্ট, বৃহস্পতিবার লণ্ডনের ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ গিল্ডহল কোর্টে এমদাদ তালুকদারÐমাহফুজা রহমান দম্পতির হাতে আনুষ্ঠানিকভাবে “ফ্রিডম অফ লণ্ডন” সম্মাননা তুলে দেওয়া হয়।
১২৩৭ সালে শুরু হওয়া “ফ্রিডম অফ লণ্ডন” সম্মাননা ১৯৯৬ সালের আগ পর্যন্ত শুধুমাত্র ব্রিটিশ ও কমনওয়েলথ নাগরিকদের জন্য উন্মুক্ত ছিল। ‘৯৬ সালের পর এটি জাতি-ধর্ম নির্বিশেষে সবার জন্য উম্মুক্ত করে দেয়া হয়।