লন্ডন, ১৮ সেপ্টেম্বর: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে রোববার ১৭ই সেপ্টেম্বর লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। চ‚ড়ান্ত খেলায়?চ্যানেল এস আবাহনীর সাথে বিজয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ান হয়েছে। আবাহনীও টানা দ্বিতীয়বারের মতো তাদের রানার্স আপ শিরোপা ধরে রাখলো। এসেক্সের গুডমেইজ পার্কের ক্রিকেট মাঠে আয়োজিত দিনব্যাপী চলা এই টুর্নামেন্টে ৫টি দল অংশ নেয়। অন্যান্য দলগুলো হচ্ছে- বিলেত এন্ড ইউকে বাংলা, এলভিটিভি ও মোহামেডান। খেলা পরিচালনা করে লন্ডন ক্রিকেট লীগ।
এছাড়া লন্ডন বাংলা প্রেস ক্লাবের জীবন সদস্য ও ক্লাবের পঞ্চাশোর্ধ সদস্যদের নিয়ে গঠিত দলের মধ্যে প্রদর্শনী প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত এই ম্যাচে লণ্ডন বাংলা প্রেস ক্লাবের জীবন সদস্য দল জয়লাভ করে। প্রদর্শনী ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও টুর্নামেন্টে প্রধান সমন্বয়ক ডঃ জাকির খানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টুর্নামেন্টের অন্যতম প্রধান স্পন্সর ওয়ার্ক পার্মিট ক্লাউডের ম্যানেজিং ডিরেক্টর ব্যারিস্টার লুৎফুর রহমান, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, সাবেক সভাপতি নাহাস পাশা, জীবন সদস্য শাহগীর বক্ত ফারুক, বশির আহমেদ, মনির আহমেদ প্রমুখ। টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্টের আরেক প্রধান স্পন্সর ড্রীম ব্যাঙ্কুয়েটিং হলের স্বত্ব¡াধিকারী তোফাজ্জল আলম, লÐন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, ট্রেজারার সালেহ আহমদ। সমন্বয়ক মোঃ রেজাউল করিম মৃধা, এলসিএল-এর চেয়ারম্যান আবু সুফিয়ান ঝিলাম। সংবাদ বিজ্ঞপ্তি