বার্মিংহাম থেকে রাজু আহমেদ
লণ্ডন, ২৫ সেপ্টেম্বর: প্রবাসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মিছির আলী স্মরণে বার্মিংহাম কমিউনিটির পক্ষ থেকে এক নাগরিক সভা ও দোয়া মাহফিল গত স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হাজী কবির উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মাহবুব আলম চৌধুরী মাখন।

অনুষ্ঠানে বার্মিংহাম এসিসটেন্ট হাইকমিশনের কাউন্সেলর স্বর্ণালী চন্দ যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনার মুনা তাসনীম এর শোকবার্তা পাঠ করে শোনান। দোয়া পরিচালনা করেন মাওলানা রশিদ আহমদ। স্মরণ সভায় বক্তৃতা করেন বার্মিংহাম সহকারী হাইকমিশনের কাউন্সেলর স্বর্ণালী চন্দ, হাজী কবির উদ্দিন, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, আব্দুল খালিক. মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, নাসির আহমদ শ্যমল, নুরুল ইসলাম কিছলু, আজাদ আবুল কালাম, আব্দুল কাদির আবুল, শাহ রোকন আহমদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ড. আব্দুল খালিক, হিফজুর রহমান খান, কামাল আহমদ, হবিবুর রহমান ও আশিক মিয়া প্রমুখ। বক্তারা মিছির বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মিছির আলীর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।









