।। আজিজুল হক কায়েস।।
লণ্ডন, ০২ অক্টোবর: ভিসা-পাসপোর্ট আবেদনের জন্য বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইট অধিক উপযোগী করা হবে বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
গত রোববার লণ্ডন অ্যাসেম্বলির সাবেক মেম্বার মুরাদ কোরেশী কমিউনিটি একটিভিস্ট আজিজুল হক কায়েস লণ্ডনে মন্ত্রীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে এ সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরলে মন্ত্রী এ আশ্বাস দেন। এ সময় তাঁরা বিশেষ করে লণ্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সেবার মান এবং আইটি সংক্রান্ত বিভিন্ন সমস্যা পররাষ্ট্রমন্ত্রীকে কম্পিউটারে দেখিয়ে দেন। এ বিষয়ে অবগত হয়ে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী জানান, সমস্যাগুলো তিনি তথ্য প্রযুক্তি বিষয়ক বিভাগকে অবহিত করবেন এবং অচিরেই যাতে আপল কম্পিউটারসহ সব ধরনের কম্পিউটারের অপারেটিং সিস্টেমে ভিসা-পাসপোর্টের জন্য আবেদন করা যায় সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করবেন। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে ভিসা কিংবা মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র মাইক্রোসফটভিত্তিক অপারেটিং সিস্টেম সমৃদ্ধ কম্পিউটারের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যায়। আপল কম্পিউটারের জন্য ওয়েবসাইটটি উপযোগী নয় যার কারণে অনেক অ্যাপ্লিকেন্ট সমস্যায় পড়েন এবং ভুক্তভোগী হন। মন্ত্রীকে বিষয়টি বুঝিয়ে বলার পর তিনি আশ্বাস দিয়ে বলেন অচিরেই যাতে আপেল কম্পিউটার বা অন্যান্য আপেল ডিভাইসের মাধ্যমে হাই কমিশনের ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করা যায় সে ব্যাপারে তিনি কেন্দ্রীয় আইটি বিভাগকে যথাযথ নির্দেশনা প্রদান করবেন।