লণ্ডন, ০৯ অক্টোবর: লণ্ডন, বার্মিংহাম, শেফিল্ড, লীডস, স্কটল্যাণ্ড, লিভারপুলসহ নর্থওয়েস্টের বিভিন্ন শহরের থেকে আসা বাঙালি কবি-সাহিত্যিক-সাংবাদিক লেখক-পাঠক ও সাহিত্যামোদী নারীপুরুষের উপস্থিতিতে ম্যানচেস্টারের সহকারি হাইকমিশন অফিস চত্বরে অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। আনন্দমুখর পরিবেশে বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলে। বইমেলায় কবি-ছড়াকার নূরুজ্জামান মনি’র সদ্য প্রকাশিত শিশুতোষ ছড়ার বই ”মেঘপরি ঘুমপরি”র মোড়ক উন্মোচন করা হয়। সিলেটের অভ্র প্রকাশন থেকে প্রকাশিত এই ছড়ার বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান। একই সাথে কবি-সাংবাদিক আহমদ হোসেন হেলালের দু’টি বই ”বিশ্ব বাঙালির কবিতা” ও ”শিয়া সুন্নী ভালোবাসা”র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।
বাংলা সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ, গ্রেটার ম্যানচেস্টার ও বাংলাদেশ সহকারী হাইকমিশন, ম্যানচেস্টার, ইউকে’র যৌথ উদ্যোগে আয়োজিত এই বইমেলায় বইপস্তকসহ বিভিন্ন পণ্যের প্রদর্শনী স্টল বসে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন মেলার অন্যতম আয়োজক রুহুল আমীন চৌধুরী মামুন।
মঞ্চে বিশিষ্টজনদের উত্তরীয় পরিয়ে দেন সহকারী হাইকমিশনার। প্রধান অতিথির বক্তব্যের পর অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কবি আবু মকসুদ, সেঁজুতি মনসুর ও সুজাত মনসুর। কবি নজরুল-নার্গিস বিষয়ে প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক সাঈম চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আবদুল মুকিত চৌধুরী ও ইফফাত মৃদুল। বইমেলার অন্যতম আকর্ষণ ছিল শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে বেশ কিছু শিশুকিশোর বিপুল উৎসাহে অংশ নেয়। প্রতিযোগী শিশুকিশোরদের আঁকা ছবি যাচাই বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিশুকিশোরদের পুরস্কৃত করা হয়। মেলায় আগত কমিউনিটির বিশিষ্ট জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তি নৃত্য পরিবেশন ও শিশুকিশোরদের দলীয় সংগীত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। আবৃত্তিতে অংশ নেন এহসান আহমেদ ও নাসির খান সোয়েব। নৃত্য পরিবেশন করেন রোজলীন সরকার। নাজমা ইয়াসমীনের নেতৃত্বে এলসিবি’র শিল্পীবৃন্দ সমবেত সঙ্গীত পরিবেশন করে। এছাড়া একক সঙ্গীত পরিবেশন করেন সৈয়দ হাসান, তুলি ব্যানার্জি ও সঙ্গীত ব্যানার্জি। সব শেষে গান পরিবেশন করেন কৃষ্ণচূড়া’র শিল্পীবৃন্দ। বইমেলায় বাংলাদেশ থেকে আগত গ্রন্থ প্রকাশনী ইত্যাদিসহ বেশ কয়েকটি প্রকাশনী অংশগ্রহণ করে। এছাড়া ছিলো হাইকমিশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু প্যাভেলিয়ান নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা বইয়ের স্টল। সংবাদ বিজ্ঞপ্তি