খন্দকার শিপার আহমদের সাথে এলবি টুয়েন্টিফোর টিভির মতবিনিময়
লন্ডন, ৬ অক্টোবর: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার শিপার আহমদের সম্মানে অনলাইন মিডিয়া প্লাটফর্ম এলবি টুয়েন্টিফোর টিভি ও লন্ডন বাংলা টিভি’র আয়োজনে গত ৪ অক্টোবর বুধবার সন্ধ্যায় লন্ডন-বাংলা প্রেসক্লাবে “সিলেটের পর্যটন শিল্প ও আমাদের বিদেশমুখী তারুণ্য” শীর্ষক এক মতবিনিময় বক্তারা সভায় বলেছেন, পর্যটনের অপার সম্ভাবনাময় সিলেট অঞ্চলকে বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে যুগপোযোগী সিদ্ধান্ত, প্রশিক্ষণ ও পর্যটনের পরিবেশ তৈরী করে দিতে হবে।
এলবি টুয়েন্টিফোর ও লন্ডন বাংলা টিভি’র ফাউন্ডার শাহ ইউসুফের সভাপতিত্বে ও লন্ডন বাংলা’র ম্যানেজিং এডিটর আব্দুল মুনিম জাহেদী ক্যারলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীমান্তিক সিলেটের চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শামীম আহমেদ। সভায় বক্তারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যথাযথ উন্নয়ন, সরকারী ব্যবস্থাপনার সাথে বেসরকারী ব্যবস্থাপনার সমন্বয়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিনিয়োগের যথার্থ পরিবেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছাই পারে সিলেটের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে। বক্তারা পর্যটনে সিলেটকে এগিয়ে নিতে এ অঞ্চলের সচেতন মানুষকে পরিবেশ তৈরী করে দিতে হবে। নিজেদের এলাকার শান্তি-শৃঙ্খলা, সামাজিক পরিবেশের উন্নতি ও যুবসমাজকে ভালো কাজে উৎসাহিত করতে হবে।
বক্তারা সিলেটের পর্যটন স্পটগুলোতে সামাজিক নিরাপত্তা বলয় তৈরী জরুরি উল্লেখ করে বলেন, কিছু অনাকাঙ্খিত মানুষ পর্যটন স্পটগুলোতে সংঘবদ্ধভাবে পর্যটক ও সাধারণ মানুষকে এমনভাবে হয়রানি করে যা রীতিমত ভীতিকর। এদের কারণে পারিবারিকভাবে বেড়াতে যাওয়া পর্যটকদের হেনস্থার শিকার হতে হয়। বক্তারা বলেন, পৃথিবীর কোথাও পর্যটন স্পটে যা হয়না আমাদের দেশে কেন এমন পরিস্থিতিতে পড়তে হবে। এই পরিস্থিতির উন্নতি এবং বিমান বন্দরে বিনা কারণে যাত্রী হয়রানি বন্ধ না হলে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশীরা দেশে বেড়াতে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে।
হেড অব প্রোগ্রাম এনাম চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক, সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব এম আবু তাহের চৌধুরী, লণ্ডন-বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, নিউহাম কাউন্সিলের সাবেক স্পিকার বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ, সিনিয়র সাংবাদিক ও লণ্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, লণ্ডন-বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, আলতাফ হোসাইন বাইস, দর্পণ সম্পাদক রহমত আলী, সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান, সিনিয়র সাংবাদিক মিসবাহ জামাল, সিনিয়র সাংবাদিক আকবর হোসেন, প্রেসক্লাবের এসিস্টেন্ট ট্রেজারার এম এ কাইয়ুম, নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু, নির্বাহী সদস্য আনোয়ার শাহজাহান, সাংবাদিক আলাউর রহমান খান শাহীন ও কমিউনিটি একটিভিস্ট আনোয়ার খান। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার শিপার আহমদ বলেন, সিলেটের পর্যটন সম্ভাবনা সত্যিকার অর্থে ভিন্নমাত্রার। প্রকৃতির অপরূপ সুন্দর এই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি উদ্যোগের সাথে বেসরকারি সহযোগিতা প্রয়োজন রয়েছে। খন্দকার সিপার বলেন, প্রবাসীরা ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং বিনিয়োগের আগে দেখতে হবে যে খাতে বিনিয়োগ করছেন সেটার বিষয়ে আপনার নিজের অভিজ্ঞতা আছে কি না আর যাদের সাথে বিনিয়োগ করছেন তারা কতটুকু অভিজ্ঞ। সংশ্লিষ্ট বিষয়ে অনভিজ্ঞদের হাতে বিনিয়োগ করলে সেটা ক্ষতির সম্ভাবনাই বেশি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লণ্ডন-বাংলা প্রেসক্লাবের ইভেন্ট এণ্ড ফেসিলেটিজ সেক্রেটারি রেজাউল করিম মৃধা, জাকির হোসেন কয়েস, সিলেটি অনলাইনের ম্যানেজিং ডাইরেক্টর আমিনুর চৌধুরী, এলবি টুয়েন্টিফোর এর কমিউনিটি রিপোর্টার এণ্ড নিউজ প্রেজেন্টার ফারিয়া আক্তার সুমি ও ক্যামেরাপার্সন মুহাম্মদ ফরিদ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার সিপার আহমেদ ও বিশেষ অতিথি শামীম আহমেদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এলবি টুয়েন্টিফোর ও লণ্ডন বাংলা টিভি’র ফাউণ্ডার শাহ ইউসুফ,লণ্ডন বাংলা’র ম্যানেজিং এডিটর আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও হেড অব প্রোগ্রাম এনাম চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি