লণ্ডন, ২১ অক্টোবর: আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের এক জরুরী সভায় ইসলামের আক্বীদা ও বিশ্বাস ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহবান জানানো হয়।
গত ১৫ অক্টোবর রোববার লুটন শহরে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হুছামুদ্দীন চৌধুরী। আনজুমানে আল ইসলাহ নেতৃবৃন্দের উদ্দেশ্যে নীতিনির্ধারণী বক্তব্যে হুছামুদ্দীন চৌধুরী বলেন, সলফে সালেহীন প্রদর্শিত সঠিক ইসলামী আকীদা-বিশ্বাসকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার মহান লক্ষ্যে মওলানা আবদুল লতিফ আনজুমানে আল ইসলাহ গঠন করে গেছেন। আল ইসলাহর লক্ষ্য যেহেতু আল্লাহ এবং তাঁর রাসূল (সা.) এর সন্তুষ্টি অর্জন সেহেতু আল ইসলাহর জন্য আপনাদের এই পরিশ্রম ইবাদত বলে গণ্য হবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি বলেন, আল ইসলাহ দুনিয়াবি কোন স্বার্থের জন্য কোন দল বা গোষ্ঠির সাথে সম্পর্ক কিংবা দুশমনি করে না। সুতরাং আমাদের সকল কাজ এবং কর্মসূচি সম্পূর্ণ স্বতন্ত্র। চাটুকারিতা এবং দলীয় লেজুড়বৃত্তির উর্ধে উঠে দ্বীন ইসলামের স্বার্থে আল ইসলাহ সব সময় কাজ করে এসেছে। তাই আমাদের বুনিয়াদি আদর্শ ও সত্য-সঠিক আকীদাকে প্রশ্নবিদ্ধ করে এমন কোন আবেগতাড়িত বক্তব্য এবং অপরিণামদর্শী কর্মসূচি গ্রহণ থেকে আল ইসলাহ নেতৃবৃন্দকে সতর্ক থাকার নির্দেশনা দান করেন তিনি।
আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিল সদস্য হাফিজ সাব্বির আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা ছাদ উদ্দীন সিদ্দিকী, মাওলানা হাফিজ কয়েছুজ্জামান, খুরশিদ উল হক, জয়েন্ট সেক্রেটারি মাওলানা এমএ কাদির আল হাসান, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, ট্রেজারার আবদুস সালাম, ওর্গেনাইজিং সেক্রেটারি মাওলানা সালমান আহমদ চৌধুরী, প্রেস এণ্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান, ওয়েলফেয়ার সেক্রেটারি মিজানুর রহমান খান, কাউন্সিল সদস্য মাওলানা আবদুল আউয়াল হেলাল, মাওলানা আবদুল কুদ্দুছ, আবদুল মুছাব্বির, মাওলানা রফিক আহমদ, শাহ কামরুজ্জামান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি