ছড়া

শান্তির ছড়া

অক্টোবর ৩১, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ

দিলু নাসের ♦

বিশ্বের সব ধূর্ত নেতারা
হয়েছে যখন বন্য
দেশে দেশে লোক দিচ্ছে শ্লোগান
শান্তি-সুখের জন্য।

ফ্রান্স-জার্মান-ব্রিটেন-জাপান
সুদূর অস্ট্রেলিয়া
কোটি কোটি লোক
এগিয়ে সমুখ
বলছে শ্লোগান দিয়া
যুদ্ধ চাইনা আমরা যে চাই
একটি শান্ত বিশ্ব
দেখতে চাইনা অপরাধহীন
মানুষ মরার দৃশ্য।

তবুও নেতারা শোনেনা কিচ্ছু
বোঝেনা এসব কথা
দ্বিধাহীনভাবে লঙ্ঘিত করে
প্রতিদিন মানবতা
তাদের কর্মে দিচ্ছে প্রমাণ
বর্তমানের বিশ্বে
সন্ত্রাসীদের নামের খাতায়
এরাই এখন শীর্ষে।

ফিলিস্তিনের আকাশে ভাসছে
মৃত্যুর কালো ছায়া
জায়নবাদীর প্রাণের মধ্যে
নেই ভালোবাসা মায়া।
দিবস-রজনী এই পশুদের
নারকীয় সন্ত্রাস
স্বাধীনতাকামী কোটি মানুষের
জীবন করছে নাশ।

পশুদের ত্রাসে মরছে এখন
লাখো লাখো নরনারী
গাজার আকাশ প্রতিদিন হয়
শোকের মাতমে ভারী!

শিশুদের মুখে খাওয়া-দাওয়া নেই
নেই সামান্য পানীয়
ইসরাইলের আগ্রাসনে
অসহায় পশু-প্রাণীও।

পশু-পাখি আর ছোট শিশুদের
ছিন্নভিন্ন লাশ
গাজা প্রান্তরে আজকে করছে
মানবতা পরিহাস!

যাদের কর্মে মানবতা আজ
হয়েছে বিপন্ন
শান্তি প্রিয় মানুষের কাছে
তারা সব খুবই ঘৃণ্য।

রক্তবন্যা বিশ্বে গড়ুক
ঐক্যের কারুকাজ
অচিরে নিপাত যাক
পৃথিবীর সকল যুদ্ধবাজ।  

আরও ছড়া

বিশ্বকাপ ফুটবল ২০২২

দিলু নাসের  অনেক দেশে শীত এসেছেবদলেছে রঙ পাতারএমন দিনে রোদ ঝলমলমরুর তীর্থ কাতার।গরম হাওয়ায় তেইশতমওয়ার্ল্ডকাপ ফুটবলঅংশগ্রহণ করছে তাতেবত্রিশটি দল।দোহাসহ সব শহরেরুদ্র ঝলমলরাস্তাঘাটে নানান দেশীমানুষজনের ঢল। বড় বড় অনেক দেশ-ইএই আসরে নাইকিন্তু অনেক ছোটখাটোদেশ...

দিলু নাসেরের  ছড়া 

গ্রেট ব্রিটেনে নতুন হাওয়া নভেম্বরে গ্রেট ব্রিটেনে ঠাণ্ডা থাকার কথা কিন্তু এবার বাতাস জুড়ে বইছে উষ্ণতা!   বাকিংহামে রানীর স্থলে রাজা সিংহাসনে নানান রকম পরিবর্তন দেখছে জনগণে।   রাজনীতিতে টোরি দলের লেজে-গোবর হাল আস্তাকুড়ে গেছেন অনেক বস্তাপচা...

আরও পড়ুন »

 

No Results Found

The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.