আপনার হৃদযন্ত্র সুস্থ রাখুন

“শুরুর দিকে কোনো সিভিডির লক্ষণ সবসময় না-ও থাকতে পারে। আর বয়স বাড়ার সাথে সাথে সিভিডি-আক্রান্ত হবার ঝুঁকি বৃদ্ধি পায় এবং জাতিগতভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষের মধ্যে এটি বেশি হতে পারে। তাই আমাদের ঝুঁকি কমানোর জন্য যথাসম্ভব চেষ্টা করা উচিত ।”

আখতার নাসিম
কনসালট্যান্ট ভাসকুলার সার্জন ও ক্লিনিক্যাল ডিরেক্টর, শেফিল্ড

আপনার হৃদযন্ত্র সুস্থ রাখুন

“আপনি যদি কৃষ্ণাঙ্গ বা এশীয় জাতিগত সম্প্রদায়ের সদস্য হন তবে আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি এবং এটি তুলনামূলক কম বয়সে হতে পারে। জিপি সার্জারি ও বেশিরভাগ ফার্মেসিতে গিয়ে রক্তচাপ জেনে নিতে পারেন অথবা ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন কিনে নিজেই রক্তচাপ পরীক্ষা করতে পারেন।”

ডা. ক্রিস অলুকান্নি
জিপি এবং কার্ডিওভাসকুলার স্বাস্থ্য বিশেষজ্ঞ, এসেক্স

আপনার হৃদযন্ত্র সুস্থ রাখুন

“আপনি যদি কৃষ্ণাঙ্গ বা এশীয় জাতিগত সম্প্রদায়ের সদস্য হন তবে আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি এবং এটি তুলনামূলক কম বয়সে হতে পারে। জিপি সার্জারি ও বেশিরভাগ ফার্মেসিতে গিয়ে রক্তচাপ জেনে নিতে পারেন অথবা ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন কিনে নিজেই রক্তচাপ পরীক্ষা করতে পারেন।”

রণজিৎ সিং
‘ট্রিপল বাইপাস সার্জারি’র পর এখন সুস্থ জীবনযাপন করছেন
শনিবার, ১২ এপ্রিল ২০২৫

যুক্তরাজ্য

গাজায় ইসরাইলি বর্বরতায় সমর্থনের জের

৭ নভেম্বর ২০২৩ ২:০১ পূর্বাহ্ণ | যুক্তরাজ্য

লেবার পার্টিকে বয়কটের ডাক : সরব নন বাঙালি তিন কন্যা

পত্রিকা প্রতিবেদন  ♦

লণ্ডন, ০৫ নভেম্বর: লেবার পার্টি সরকারে নেই। কিন্তু তবুও দলটির নেতা কিয়ার স্টারমার ইসরাইলের পক্ষে জোর দুতিয়ালিতে নেমেছেন। তিনি ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বর ইসরাইলি হামলা ও গণহত্যাকে প্রকাশ্য সমর্থন দিয়ে যাচ্ছেন। এমন কথাও বলেছেন যে, গাজায় পানি, বিদ্যুত, তেল ও খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে যে মানবিক বিপর্যয় সৃষ্টি করা হয়েছে- সেটি ইসরাইলের অধিকার। 

মানবিকতাহীন, বিবেকবহির্ভূত এমন মন্তব্যের কারণে লেবার পার্টিতে শুরু হয়েছে তুমুল মতবিরোধ। বিশেষ করে দলের মুসলিম ধর্মাবলম্বী সদস্য ও কাউন্সিলাররা দলনেতার সমালোচনায় মাঠে নেমেছেন। দেশব্যাপী তিন শতাধিক কাউন্সিলার লেবার নেতার বক্তব্য প্রত্যাহার চেয়ে গাজায় হামলা বন্ধের দাবি জানাতে চিঠি দিয়েছেন। এ পর্যন্ত ৩৪ জন কাউন্সিলার দল থেকে পদত্যাগ করেছেন। দলের তৃণমূল সমর্থকদের কাছ থেকেই দাবি উঠেছে লেবার দলকে বয়কটের। অক্সফোর্ড কাউন্সিলের ৮ জন কাউন্সিলার লেবার দল ত্যাগ করার কারণে সেখানে কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দলটি। সর্বশেষ গত রোববার বার্নলি কাউন্সিলের লীডারসহ ১১ জন কাউন্সিলার লেবার ছেড়েছেন। দল থেকে পদত্যাগ করেছেন পেণ্ডল বারা কাউন্সিলের লীডারও। 

তৃণমূল লেবার সদস্যদের তুমুল চাপ সত্ত্বেও লেবার নেতা কিয়ার স্টারমার এখনও ইসরাইলের তথাকথিত আত্মরক্ষার পক্ষে সাফাই গাইছেন যা পক্ষান্তরে গাজায় ইসরাইলি গণহত্যাকে সমর্থন করার সামিল।  গত ৭ অক্টোবর হামাসের হামলার পাল্টা পদক্ষেপে ইসরাইল গাজাবাসীর ওপর যে বর্বর বোমা হামলা ও গণহত্যা চালাচ্ছে তা ইতিহাসে নজিরবিহীন। বিশ্লেষকরা বলছেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এমন বর্বরতা দেখেনি বিশ্ব। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ এর মিত্র দেশগুলো সরাসরি সমর্থন ও সহযোগিতায় ফিলিস্তিনিদের ওপর এমন বর্বরতা ও গণহত্যা চালাচ্ছে ইহুদি জাতীয়তাবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল। ইসরাইলের হামলা থেকে রেহাই পাচ্ছে না স্কুল, হসপিটাল, শরণার্থী শিবির ও জাতিসংঘের কর্মীরাও। গত এক মাসে ১০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে শিশু হত্যা করা হয়েছে ৪ হাজারের বেশি। নিরস্ত্র মানুষকে নির্বিচারে মারা হচ্ছে মানবাধিকারের ফেরিওয়ালা খ্যাত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রকাশ্য মদদে। ইসরায়েলকে সমর্থনকারী সংশ্লিষ্ট দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ ইসরাইলি বর্বরতা বন্ধে মিছিলে সামিল হচ্ছে।  

বিশ্বব্যাপী এই গণহত্যা নিয়ে তোলপাড় চললেও ব্রিটেনের লেবার দলের বাংলাদেশি বংশোদ্ভূত তিন এমপি- রুশনারা আলী, রূপা হক এবং টিউলিপ সিদ্দিকও ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার বিষয়ে সরব নন। বেথনাল গ্রীন অ্যাণ্ড বো আসনের এমপি রুশনারা আলী শুরুতে ইসরাইলের প্রতিরক্ষার পক্ষে সরাসরি দুতিয়ালি করে বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে তার নির্বাচনী এলাকার পার্টি অফিসের সমানে বড় ধরণের বিক্ষোভের ঘটনা ঘটে। রূপা হক এবং টিউলিপ সিদ্দিকের ঘটনা মূলত ইসরাইলের পক্ষেই ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। তবে এই বাঙালি তিন কন্যার বিপরীতে পপলার অ্যাণ্ড লাইম হাউজের লেবার দলীয় এমপি আপসানা বেগম ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা বন্ধে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন।   

কিয়ার স্টারমার লেবার দলের দায়িত্ব নেয়ার শুরু থেকে নিজেকে একজন কট্টর ইসরাইলপন্থী হিসেবে তুলে ধরেন। কথিত ইহুদি বিদ্বেষের অভিযোগে তিনি দলের সাবেক নেতা জেরিমি করবিনকে দল থেকে বহিষ্কার করেন। এমনও জানা গেছে যে, কিয়ার স্টারমার ইহুদি লবি থেকে গত এক বছরে ৫০ হাজার পাউণ্ডের অনুদান পেয়েছেন। ফলে ক্ষমতায় গেলে কিয়ার স্টারমার যে ইসরাইলের পক্ষে আরও জোরালো ভূমিকা রাখবেন এবং মানবিকতার কোনো তোয়াক্কা করবেন না, সে আশঙ্কা ইতিমধ্যে লেবার দলে জোরালো হয়েছে। সে কারণেই আগামী নির্বাচনে লেবার দলকে বয়কটের ডাক উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেবার নেতা ছবি সংবলিত পোস্টারে বলা হচ্ছে- লেবারকে ভোট দেয়া মানে গাজায় ইসরাইলি গণহত্যাকে সমর্থন দেয়া।  

তবে লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি লণ্ডনের মেয়র সাদিক খান, স্কটিশ লেবার নেতা আনাস সারওয়ার এবং গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যাণ্ডি বার্নহ্যামসহ দলের অনেকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। কিন্তু দলীয় সভাপতি স্টারমার বলেছেন, ‘সন্ত্রাসী গোষ্ঠীটি (হামাস) ইসরায়েলে ১ হাজার ৪০০ জনকে হত্যার তিন সপ্তাহ পর একটি যুদ্ধবিরতি পেলে আরও “উৎসাহিত” হবে।’ 

গাজায় যুদ্ধবিরতির দাবি জানানোয় এবং এই দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার কারণে অন্তত দুইজন নেতাকে বহিষ্কার করেছেন স্টারমার। স্টারমারের এই অবস্থানের প্রতিবাদে ৩৪ জন বেশি কাউন্সিলার দল থেকে পদত্যাগ করেছেন। এখন বার্নলি কাউন্সিলের নেতা আনোয়ার এবং পেণ্ডন কাউন্সিলের নেতা মাহমুদ তাঁকে পদত্যাগের আহ্বান জানালেন।  মাহমুদ বলেন, দলের নেতা সবার কথা ‘শুনতে ব্যর্থ হয়েছেন’। এমন একজনকে দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য স্টারমারের পদত্যাগ করা উচিত যিনি হবেন সহানুভূতিশীল এবং অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ। 

আনোয়ার বলেন, গাজায় মানবিক বিরতি ‘যথেষ্ট নয়’। তিনি বলেন, ‘আমরা যা বুঝি সেটি হলো, বিরোধী দলের নেতার অন্ততপক্ষে প্রধানমন্ত্রী ও সরকারের ওপর চাপ প্রয়োগ করা উচিত, যাতে যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হয়।  তিনি যোগ করেন, ‘মানবিক বিরতি যথেষ্ট না হওয়ার কারণ হলো, স্পষ্টতই গাজায় ত্রাণ ঢুকবে কিন্তু এরপর আবার বোমা হামলা, আবার আক্রমণ শুরু হবে। আমরা যা দেখছি তা হলো, গাজার নিরপরাধ বেসামরিকদের পালানোর কোনো জায়গা নেই।’ 

এই দুই কাউন্সিল এমন সময় দলীয় প্রধানের পদত্যাগ চাইলেন যখন লেবার পার্টির কাউন্সিলারদের একটি নতুন জরিপে দেখা গেছে, দলের মাত্র ৩৭ শতাংশ স্থানীয় প্রতিনিধি ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের বিষয়ে দলের অবস্থান নিয়ে ‘সন্তুষ্ট’, আর ৪৩ শতাংশ ‘অসন্তুষ্ট’। 

সবচেয়ে বেশি পঠিত

কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান

কারি শিল্পের সাফল্য উদযাপনের মধ্যদিয়ে সম্পন্ন হলো বিসিএর সপ্তদশ এওয়ার্ড অনুষ্ঠান

চার ক্যাটাগরিতে দেয়া হলো ২৫টি সম্মাননা পুরস্কার লণ্ডন, ০১ নভেম্বর: বর্ণাঢ্য আয়োজনে সেরা শেফ এবং রেস্টুরেন্ট ও টেকওয়ে মালিকদের সম্মাননা দিয়েছে বিলেতে বাংলাদেশী কারি শিল্পের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন (বিসিএ)। গত ২৮ অক্টোবর সোমবার লণ্ডনের বিখ্যাত ওটু...

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম এওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠান ১২ নভেম্বর

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম এওয়ার্ড ও প্রকাশনা অনুষ্ঠান ১২ নভেম্বর

হাসনাত চৌধুরী ♦ লণ্ডন, ০১ নভেম্বর: ‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র পঞ্চদশ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ই নভেম্বর মঙ্গলবার। কমিউনিটিতে শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজসেবা এবং সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফলদের সম্মাননা জানানোর...

লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণে ৭ই মার্চ ফাউণ্ডেশনের নিন্দা

লণ্ডন, ১২ আগস্ট: লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনের ৪৯তম জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল এবং এর কার্যালয় থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণের সাম্প্রতিক সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করে এর নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ৭ই মার্চ ফাউণ্ডেশন। পাশাপাশি পৃথক একটি...

পার্লামেন্টের তদন্তে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না এমপি টিউলিপের

পার্লামেন্টের তদন্তে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না এমপি টিউলিপের

লণ্ডন, ১২ আগস্ট: যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় নিয়ে আনীত তদন্ত সমাপ্ত ঘোষণা করে পার্লামেন্টারি কমিশনারের কাছ থেকে রেহাই পেলেও বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর।  ব্রিটিশ ট্যাবলয়েড মেইল এবার তিনি যে বাড়িতে...

রুশনারা আলী ও আজমাল মাশরুরের পাল্টাপাল্টি

রুশনারা আলী ও আজমাল মাশরুরের পাল্টাপাল্টি

লিফলেটে মেয়রের ছবি ব্যবহারের প্রশ্নে যা বললেন আজমাল মাশরুর পত্রিকা ডেস্ক ♦ লণ্ডন, ০১ জুলাই: পূর্ব লণ্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন এণ্ড স্টেপনি আসনে এবার ভিন্নরকম এক নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। শুরুতে গাজা ইস্যু নিয়ে সরগরম এ আসনটি এখন লেবার নেতার বাংলাদেশিদের...

আরও পড়ুন »

 

গাজা বিক্রির জন্য নয়

গাজীউল হাসান খান ♦ ‘শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণেবাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব...