আপনি কি জানেন, ডায়াবেটিস দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে?

“আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিসের কারণে সৃষ্ট চোখের রোগ ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।”

ডাঃ এভলিন মেনসাহ
ক্লিনিক্যাল প্রধান (লিড), অপথালমোলজি
লণ্ডন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট ।

ডায়াবেটিস থাকলে চোখের স্ক্রীনিং করানো খুবই গুরুত্বপূর্ণ

“আমি দৃষ্টিশক্তি হারিয়েছি বলে যখন ধরা পড়ল, তখন তা আমার মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউই তাঁর দৃষ্টিশক্তি হারাতে চায় না। আমি ছয় মাস কেঁদেছি।”

বার্নাডেট ওয়ারেন (৫৫)
সাবেক শিক্ষক, সারে ।

স্ক্রিনিং প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করে

“নিয়মিত পরীক্ষা-নীরিক্ষা এবং স্ক্রিনিংয়ে অংশ নিলে তা মানুষের শরীরে জটিলতা সৃষ্টির ঝুঁকি অথবা প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করতে সাহায্য করবে। তখন এসব ব্যাপারে আমরা কিছু করতে সক্ষম হবো।

ডা. ভরন কুমার
জিপি, স্লাও, বার্কশায়ার

সোমবার, ২০ মে ২০২৪

যুক্তরাজ্য

ইসরাইলি বর্বরতা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ অব্যাহত

৭ নভেম্বর ২০২৩ ২:১৪ পূর্বাহ্ণ | যুক্তরাজ্য

পত্রিকা ডেস্ক ♦

লণ্ডন, ০৬ নভেম্বর: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালাচ্ছে ইসরাইল। টানা প্রায় এক মাস ধরে চালানো নির্বিচার এই হামলায় নারী ও শিশুসহ নিহতের সংখ্যা ১০  হাজার ছাড়িয়ে গেছে। 

গাজায় ইসরাইলি এই হামলার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ বহু দেশে বিক্ষোভ হয়েছে। বাদ যায়নি আফ্রিকার সেনেগালসহ তুরস্ক, জার্মানি ও ইতালিও। এসব বিক্ষোভ থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার বিরোধিতা এবং অবিলম্বে অস্ত্রবিরতির দাবি জানানো হয়। রোববার (৫ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও আনাদোলু এবং সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা। বিবিসি বলছে, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোতে হাজার হাজার মানুষ সমাবেশে অংশ নিয়েছেন। গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা শনিবার হোয়াইট হাউসের কাছে সবচেয়ে বড় বিক্ষোভ করেছে। এসময় কেউ কেউ ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনের সমালোচনাও করেন। এছাড়া বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ডও বহন করেন। এসব প্ল্যাকার্ডে ‘প্যালেস্টানিয়ান লাইভস ম্যাটার’ এবং ‘এখনই গাজা অবরোধ অবসান ঘটান’-এর মতো স্লোগান লেখা ছিল। এমনকি ‘বাইডেন, বাইডেন, আপনি লুকাতে পারবেন না; আমরা আপনাকে গণহত্যার জন্য অভিযুক্ত করছি,’ বলে সৌাগানও দেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে ইসরাইলগামী একটি জাহাজকে আটকে রেখে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা বলছেন, এই জাহাজে বোঝাই করা অস্ত্র ফিলিস্তিনিদের হত্যায় ব্যবহার করা হবে। তাই তারা জাহাজটি আটকে রেখেছেন। 

এদিকে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়ে শনিবার হাজার হাজার বিক্ষোভকারী যুক্তরাজ্যের কয়েক ডজন নগর ও শহরে সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে যোগ দেয়। এর মধ্যে কেবল লণ্ডনেই ফিলিস্তিনের পক্ষে সমাবেশে ৩০ হাজার বিক্ষোভকারী অংশ নেন বলে মেট্রোপলিটন পুলিশ অনুমান করছে। এছাড়া এডিনবার্গ এবং গ্লাসগো রেল স্টেশনে ও লণ্ডনের চ্যারিং ক্রসে বিক্ষোভকারীরা যাত্রীদের ট্রেনে চড়তে বাধা দেওয়ার জন্য মেঝেতে বসে অবস্থান কর্মসূচি পালন করেন বলে পুলিশ জানিয়েছে। অবশ্য লণ্ডনে জাতিগত বিদ্বেষ ও উস্কানিসহ বিভিন্ন অপরাধের জন্য ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ব্যানারে স্লোগান লেখার ঘটনায় সন্ত্রাস আইন লঙ্ঘনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি বিক্ষোভে বক্তৃতার সময় ইহুদি বিদ্বেষী মন্তব্য করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার যুক্তরাজ্যের অন্যান্য শহরের মধ্যে ম্যানচেস্টার, বেলফাস্ট, কার্ডিফ, লিভারপুল এবং লিডসেও ফিলিস্তিনিপন্থি বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

এসব সমাবেশ থেকে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। এদিকে গাজার ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হয়েছে ফ্রান্সেও। আনাদোলু বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন। প্যারিস, টুলুস এবং লিয়নসহ অন্যান্য ফরাসি শহরগুলোতেও ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকারীরা মিছিল করেছেন। এসময় বিক্ষোভকারীরা প্যারিসকে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আনাদোলু বলছে, শনিবার রিপাবলিক স্কোয়ার থেকে শুরু হওয়া প্যারিসের বিশাল পদযাত্রা নেশন স্কোয়ারে গিয়ে শেষ হয়।

এদিনের বিক্ষোভে লা ফ্রান্স ইনসুমিস নামে একটি বামপন্থি পপুলিস্ট রাজনৈতিক দলের সদস্যসহ কয়েক হাজার বিক্ষোভকারী পদযাত্রায় অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ইসরায়েলের আক্রমণে নিহত শিশুদের মৃত্যুর দিকে দৃষ্টি আকর্ষণ করে সমাবেশে লাল রঙে ঢাকা ছোট কফিন এবং খেলনা পুতুল বহন করেন। এছাড়া বিক্ষোভকারীদের অনেকে তাদের লাল রঙ করা হাত ওপরে তুলে বিক্ষোভ দেখান। ফরাসি এই বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল: ‘স্বাধীন ফিলিস্তিন’, ‘যুদ্ধবিরতি’ এবং ‘গাজায় গণহত্যা চলছে, সংঘাত নয়’। বিক্ষোভকারীরা এসময় নানা স্লোগানও দেয়। এর মধ্যে: ‘ইসরায়েল খুনি রাষ্ট্র, ম্যাক্রোঁ তার সহযোগী, ‘গাজা, প্যারিস আপনাদের সাথে আছে’ এবং ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’ স্লোগানও রয়েছে। আল জাজিরা বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা এবং ফিলিস্তিনের সমর্থনে শনিবার জার্মানিতে বিক্ষোভ হয়েছে। এর মধ্যে রাজধানী বার্লিনে পুলিশের কঠোর শর্ত মেনে প্রায় সাড়ে ৬ হাজার বিক্ষোভকারী বিক্ষোভের জন্য জড়ো হন। জার্মানি অবশ্য এর আগে ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশ নিষিদ্ধ করেছিল। এদিনের বিক্ষোভের সময় ফিলিস্তিনি পতাকা এবং ‘গাজায় গণহত্যা বন্ধ করুন’ লেখা প্ল্যাকার্ড বহনকারী বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থলের প্রধান চত্বর আলেকজাণ্ডারপ্লাটজে জড়ো হন। এসময় একজন বক্তা ‘বর্ণবৈষম্যের সংস্কৃতির’ অবসান এবং গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান। এছাড়া ইতালিতে প্রায় ৪ হাজার বিক্ষোভকারী গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে মিলানের রাস্তায় মিছিল করেছেন বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। ‘যুদ্ধ বন্ধ করুন, বর্ণবাদ নয়’ সৌাগানের অধীনে এই বিক্ষোভের আয়োজন করা হয়। অন্যদিকে সেনেগালের রাজধানী ডাকারে বহু মানুষ প্ল্যাকার্ড এবং ফিলিস্তিনি পতাকা নিয়ে কেন্দ্রীয় মসজিদের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। আল জাজিরার নিকোলাস হক ডাকার থেকে বলেছেন, ‘এই বিক্ষোভটি গত সপ্তাহে হওয়ার কথা ছিল, কিন্তু সেসময় এটি নিষিদ্ধ করা হয়।’ তিনি আরও বলেন, ‘বিক্ষোভে সেনেগালের অনেক লোক আছে, কিন্তু লেবাননের সেনেগালি সম্প্রদায়ও তাদের সমর্থন প্রদর্শনে বিপুল সংখ্যায় এদিনের বিক্ষোভে যোগ দেন।’ এছাড়া বিক্ষোভ হয়েছে তুরস্কেও। আল জাজিরা বলছে, গাজা নিয়ে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের তুরস্ক সফরের একদিন আগে ইস্তাম্বুল ও আঙ্কারায় শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ করেন। ইস্তাম্বুলের সারাচানে পার্কে আয়োজিত বিক্ষোভে ব্যানারে লেখা ছিল, ‘ব্লিংকেন, গণহত্যার সহযোগী, তুরস্ক থেকে চলে যাও’। এছাড়া কয়েকটি ব্যানারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ব্লিংকেনের একসাথে লাল ‘ক্রস বা এক্স’ চি? সম্বলিত ছবিও দেখা যায়। অন্যদিকে তুরস্কের রাজধানী আঙ্কারায় বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের কাছে সমাবেশ করেন এবং সৌাগান দেন। এসময় তাদের পোস্টারে লেখা ছিল: ‘ইসরায়েল হাসপাতালে বোমা নিক্ষেপ করছে, এর জন্য অর্থ প্রদান করছে বাইডেন।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজার প্রশাসন জানিয়েছে, ভূখ-টিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ৬ হাজার ৪০০ জন। আনাদোলু বলছে, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজার বাসিন্দারা বিপর্যয়কর মানবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। ভূখণ্ডটির ২৩ লাখ বাসিন্দার মধ্যে প্রায় ১৪ লাখ মানুষ তাদের বাড়ি-ঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন। একইসঙ্গে গত ৮ অক্টোবর থেকে গাজায় সর্বাত্মক অবরোধও আরোপ করে রেখেছে ইসরায়েল। এর ফলে গাজার অনেক হাসপাতাল পরিষেবার বাইরে চলে গেছে।

সবচেয়ে বেশি পঠিত

শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আফসার উদ্দিনকে স্মরণ

শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আফসার উদ্দিনকে স্মরণ

লণ্ডন, ১৭ এপ্রিল: লণ্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিনের স্মরণসভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন একজন আপাদমস্তক ভদ্রলোক। ছিলেন সদালাপী, বিনয়ী ও কৃতজ্ঞতাবোধসম্পন্ন মানুষ। একজন সাংবাদিক ও শিক্ষক হিসেবে তিনি ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। তিনি...

গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আফসার উদ্দিন

গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত সৈয়দ আফসার উদ্দিন

সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণ সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ১২ এপ্রিল: সহকর্মীদের ভালবাসায় ও কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হয়ে ১৩ই এপ্রিল শনিবার ইস্ট লণ্ডনের গার্ডেন্স অব পিসে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক, ব্রিটিশ-বাংলাদেশী...

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিনের ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিনের ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া

মঙ্গলবার ১৩ই এপ্রিল জানাজা ইস্ট লণ্ডন মসজিদে সারওয়ার-ই আলম ♦ লণ্ডন, ১২ এপ্রিল: বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক, বাংলাদেশী-ব্রিটিশ কমিউনিটির প্রিয়মুখ সৈয়দ আফসার উদ্দিন এমবিই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ নয় বছর বোন ম্যারো ক্যান্সারের সঙ্গে...

বিশেষ ইফতার মাহফিল আয়োজনের মধ্যদিয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে লণ্ডন মুসলিম সেন্টার

বিশেষ ইফতার মাহফিল আয়োজনের মধ্যদিয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে লণ্ডন মুসলিম সেন্টার

লণ্ডন, ৪ এপ্রিল: রাজনৈতিক নেতৃবৃন্দ, কুটনীতিক, পুলিশ ও ধর্মীয় নেতাসহ বিভিন্ন কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সম্মানে বিশেষ ইফতার মাহফিল আয়োজনের মধ্যদিয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করেছে লণ্ডন মুসলিম সেন্টার। গত ২৭ মার্চ বুধবার বিকেলে লণ্ডন মুসলিম সেন্টারের...

সোয়াসে ‘রাজনৈতিক প্রতিরোধ: বাংলাদেশের ফিলিস্তিন নীতি’ শীর্ষক সেমিনার

সোয়াসে ‘রাজনৈতিক প্রতিরোধ: বাংলাদেশের ফিলিস্তিন নীতি’ শীর্ষক সেমিনার

লণ্ডন, ২৪ মার্চ: ফিলিস্তিনের পক্ষে বঙ্গবন্ধু প্রদত্ত অঙ্গীকার রক্ষায় বাংলাদেশের অবস্থান অটল রয়েছে উল্লেখ করে ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন লণ্ডনে দায়িত্বরত বাংলাদেশ মিশনের উপরাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।  ’রাজনৈতিক...

আরও পড়ুন »

 

সমকালীন প্রসঙ্গ: নিরাপত্তা-ঝুঁকির আভাস পাওয়ার পর বাংলাদেশের করণীয়

সৈয়দ তোশারফ আলী ♦ নতুন বছরের সূচনায় বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ধনকুরের বিল গেটস্ সমকালীন কিছু...

মুহম্মদ নুরুল হক ছিলেন ‘কমিউনিটি এডুকেশনে’র এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব

নজরুল ইসলাম বাসন ♦ আশির দশকের মাঝামাঝি আমি যখন লণ্ডনের সাপ্তাহিক সুরমা’ পত্রিকায় যোগ দেই তখন ইস্ট...