শিহাবুজ্জামান কামাল ♦
লণ্ডন, ০৫ নভেম্বর: উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে লণ্ডনে সম্পন্ন হয়েছে তিন দিনের ইসলামি বই মেলা। আল-কুরান একাডেমী লণ্ডনের উদ্যোগে দশম বারের মত এই মেলা পূর্ব লণ্ডনের এলএমসি হলে অনুষ্ঠিত হয়। ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলে এই বইমেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা ছিল মেলা প্রাঙ্গন।
শনিবার ২৮ অক্টোবর বেলা ২টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। মেলার আয়োজক আল-কুরআন একাডেমীর কর্ণধার ড. হাফেজ মুনীর উদ্দিন তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ইসলামী এই বই মেলা বই প্রেমিকদের এক উৎসবমুখর পরিবেশ উপহার দেবে। যারা বই প্রেমিক, ভালো বই পড়তে ভালবাসেন, তাঁরা এই বইমেলা থেকে তাঁদের পছন্দের বই কেনার সুযোগ পাবেন। টিভি উপস্থাপক খায়রুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিলেতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, লণ্ডন আল-কুরআন একাডেমি বিশ্বব্যাপী কূরআন প্রচারের কাজে যে ভূমিকা রাখছে তা সত্যি প্রশংসনীয়। মহান আল্লাহপাক তাদের এই খেদমতগুলো যেন কবুল করেন। তাঁরা সংগঠনের বিগত দিনের বিভিন্ন কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন। এবারের বইমেলায় বিলেতসহ বাংলাদেশ, কলকাতার নামিদামি অনেক লেখকের মূল্যবান বইগুলো বইয়ের স্টলে ছিল। মেলায় প্রকাশক, বিক্রেতা ছাড়াও বিলেতের অনেক স্বনামখ্যাত লেখক, কবি, সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। এবারের বই মেলায় কুরআনের তাফসীর, হাদীসসহ বিভিন্ন ইসলামি বইয়ের সমারোহ ছিল। এছাড়া বিভিন্ন স্টলে ছোটদের জন্য ছিল ইংরেজীতে রকমারি বইয়ের সম্ভার। বইমেলায় ইসলামী স্কলার ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইসলামী বই মেলার দ্বিতীয় দিনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ সীরাত গ্রন্থ ‘আল আমীন’-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিলেতের বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিকদেরকে হাতে বিশেষ সম্মাননা ও অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। এবারের বই মেলায় অনেকগুলো বইয়ের স্টল ছিল। মেলায় আগতরা বিভিন্ন স্টল পরিদর্শন করে তাঁদের পছন্দের বইপুস্তক ক্রয় করেন। তিন দিনের এই বইমেলায় কমিউনিটির সব বয়সী মানুষের উপস্থিতি ছিল।
৩০শে অক্টোবর সোমবার সন্ধ্যা ৬টায় তিন দিনের ইসলামি বইমেলা শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে লণ্ডন আল-কুরআন একাডেমির চেয়ারম্যান ড. হাফিজ মুনির উদ্দিন আহমদ বইমেলায় আগত সকল মেহমানবৃন্দ, দর্শনার্থী, বিজ্ঞাপন দাতাসহ এবং বইমেলাকে সফল করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাঁদেরকে ধন্যবাদ জানিয়ে সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন।