লণ্ডন, ৪ নভেম্বর: যুক্তরাজ্য জাসদ (জেএসডি, রব)-এর সভাপতি ছমির উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। গত ১৮ অক্টোবর বুধবার বেলা ৩টা ১৫ মিনিটের সময় রয়েল লণ্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
গত ২১ অক্টোবর শনিবার বাদজোহর ইস্ট লণ্ডন মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে হেইনল্টের গার্ডেন অব পিসে তার দাফন সম্পন্ন করা হয়েছে। তার জানাজায় কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অগণিত বন্ধু-বান্ধব গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পরিবার নিয়ে পূর্ব লণ্ডনের বো এলাকায় বসবাস করে আসছিলেন।
মরহুম ছমির উদ্দিন কিছুদিন লণ্ডন থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক ‘জনজীবন’ পত্রিকা সম্পাদনা করেন। তিনি ছিলেন ব্রিটিশ বাংলা জার্নালিস্ট ইউনিয়ন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি যুক্তরাজ্য জাসদ (জেএসডি, রব)-এর সভাপতি এবং জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তিনি ব্রিটেনের লেবার পার্টি এবং বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি যুক্তরাজ্যসহ গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিলের সাথেও যুক্ত ছিলেন। ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকা ছমির উদ্দিন একাধিকবার জেল খেটেছেন।
তিনি যুক্তরাজ্যে তার এলাকার প্রাচীনতম সামাজিক সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের অন্যতম সিনিয়র সদস্য ছিলেন। বাংলাদেশে তাঁর পৈতৃক নিবাস ছিলো সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের রায়বাসী গ্রামে। এদিকে আলহাজ ছমির উদ্দিনের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি